ঢাকা, রবিবার ২৮, ডিসেম্বর ২০২৫ ১৪:০৩:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়া অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ ‘হাদি হত্যাকাণ্ডের নির্ভুল চার্জশিট দাখিল করা হবে ৭ জানুয়ারির পর’ পদ্মা সেতু: সাড়ে তিন বছরে ২৯৩৬ কোটি টাকার টোল আদায় ৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান সৈনিকের রেকর্ড ছুঁলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নেমে গোল করলেই যেন রেকর্ডের পাতায় নতুন কিছু লেখা হয়। গতকাল (শনিবার) একমাসেরও বেশি সময় পর মাঠে নেমে জোড়া গোল করে ৬৫ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করেছেন এই উইঙ্গার। ১৯৬১ সাল থেকে ধরে রাখা রেকর্ডে আর্সেনাল ও ফুলহ্যামের সাবেক তারকার পাশে বসেছেন সিআরসেভেন।

সৌদি প্রো লিগে ৩-০ গোলে আল নাসর হারিয়েছে আল আখদৌদকে। এই ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো। তাতে লিগে টানা ১০ ম্যাচ জেতার রেকর্ড গড়েছে আল নাসর। ৬৬তম মিনিটে জাল কাঁপিয়ে হ্যাটট্রিকও করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে ভিএআরে তা বাতিল হয়।

রোনালদোর কাছে যে বয়স কেবলই সংখ্যা, তা প্রমাণ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। বয়স ৩০ হলেই যেখানে ফুটবলাররা ছন্দ হারাতে থাকে, তখন সিআরসেভেন আরও টগবগে তরুণ। বরং ত্রিশের আগের চেয়ে বেশি গোল করেছেন এই সময়ে।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে ৩০তম জন্মদিনের আগে ৭১৮ ম্যাচ খেলে রোনালদোর গোল ছিল ৪৬৩, প্রতি ১২২ মিনিটে একটি করে গোল। আর তারপর তিনি গোল করেছেন ৪৯৩। যাতে ৩০ বছর পার করার পর সবচেয়ে বেশি গোলের রেকর্ডে রনি রুকের পাশে বসলেন তিনি।

রেক.স্পোর্ট.সকার.স্ট্যাটিস্টিকস ফাউন্ডেশন-এর (আরএসএসএসএফ) তথ্য অনুযায়ী, ৬০ বছরেরও বেশি সময় ধরে রুকে ত্রিশ বছরের পর সর্বোচ্চ গোলের রেকর্ড এককভাবে ধরে রেখেছিলেন। আল আখদৌদের বিপক্ষে রোনালদো জোড়া গোল করায় তা আর তার একার থাকল না। ত্রিশের পর চারশর বেশি গোল করা উল্লেখযোগ্য খেলোয়াড়রা হলেন রোমারিও ও হোসেফ বিকান, রোনালদো ইতোমধ্যে অনেক আগেই তাদের ছাড়িয়ে গেছেন।

রুকে ১৯৪১ সালে ৩০তম জন্মদিন পালন করেন এবং বিভিন্ন পর্যায়ে আরও ২০ বছর ফুটবল খেলে যান, ১৯৬১ সালে ৫০ বছর বয়সে ফুটবল ছাড়েন। ৩০ হওয়ার পর আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে খেললেও তিনি উপভোগ্য সময় কাটান ফুলহ্যামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ক্লাবটির হয়ে ৮৭ লিগ ম্যাচে রেকর্ড ৫৭ গোল করেন তিনি। যুদ্ধের সময় রয়্যাল এয়ারফোর্সে (আরএএফ) বিমান সৈনিক হিসেবে কাজ করেন রুকে। একই সঙ্গে খেলাও চালিয়ে যান। যুদ্ধকালীন সময়ে ফুলহ্যামের হয়ে ১৯৯ ম্যাচে ২১২ গোল করেন। তারপর আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে খেলেন রুকে। তারপর বেডফোর্ড টাউন, হেওয়ার্ডস হেলথ টাউন ও অ্যাডলেসটোনের হয়ে দ্বিতীয় বিভাগে শেষ সময় কাটান। সব মিলিয়ে তিনি ৩০ বছর বয়স হওয়ার পর ৪৯৩ গোল করেন, যে রেকর্ড ১৯৬১ সালে তিনি অবসর নেওয়ার পর থেকে অক্ষত ছিল। 

রোনালদো যে এবার সেই রেকর্ড একার করে নিবেন, তা বলেই দেওয়া যায়। হাজারতম গোলের মিশনে থাকা পর্তুগিজ উইঙ্গার আগামী মঙ্গলবার বছরের শেষ ম্যাচে আল ইত্তিফাকের বিপক্ষেই হয়তো সেটা ভেঙে দিবেন।