ধ্রুব এষ: শিল্পসাহিত্যের ধ্রুবতারা
সোমা দেব | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ১ মে ২০২৫ বৃহস্পতিবার
প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।। ফাইল ছবি
ধ্রুব এষ দাদাকে নিয়ে লেখা আমার মতো ক্ষুদ্রের জন্য অনেক সাহসের ব্যাপার। অত বড় মাপের মানুষ যিনি, তাঁকে নিয়ে আমার লেখা কি মানায়? তবু আমি কলম ধরেছি। কারণ আমার লেখালেখি জীবনের অন্যতম পথপ্রদর্শক তিনি। নিজের অজান্তেই দাদা যে আমাকে লেখালেখি করার পেছনে কতখানি সাহস যুগিয়েছেন, উৎসাহ দিয়েছেন, ভূমিকা রেখেছেন তা তিনি হয়তো কখনোই জানতে পারবেন না। এই লেখাটির মাধ্যমে জানাতে চাই ধ্রুব এষ আসলে আমার জীবনে একটি ধ্রুবতারার মতোই, সন্ধ্যাকাশে জ¦লজ¦লে তারার মতো পথ হারানো এক নাবিককে পথের দিশা দিচ্ছেন, নিরাপদে তীরে পৌঁছানোর খবর জানাচ্ছেন।
ধ্রুব এষ দাদার সাথে আমার পরিচয় ১৯৯৩ সালে। আমার বয়স তখন মাত্র এগারো বছর। পরিচয়টা সামনাসামনি নয়। বরং বইয়ের প্রচ্ছদে তাঁর নাম দেখেছিলাম। সেই সময় আমাদের বাড়িতে আমার মামা, তুতো ভাইবোনেরা খুব বইয়ের পোকা ছিলো। অন্যান্য অনেক বইয়ের সাথে হুমায়ুন আহমেদের বই পড়তো সবাই। আমরা কাড়াকাড়ি করে, পাঠ্যবইয়ের ফাঁকে রেখে গল্পের বই পড়তাম। আর বইয়ের মতোই আমাকে খুব টানতো বইয়ের প্রচ্ছদগুলো। হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাস, পেন্সিলে আাঁকা পরী, এপিটাফ, কৃষ্ণপক্ষ, দরজার ওপাশে, এই আমি, হিমু সিরিজ, মিসির আলী সিরিজের বিভিন্ন বইয়ের প্রচ্ছদ দেখে আমি মুগ্ধ হতাম। প্রচ্ছদগুলো যিনি আঁকতেন তিনি ধ্রুব এষ। প্রচ্ছদ দেখে একটা মুগ্ধতা নিয়ে বই পড়া শুরু করতাম। মনে মনে ভাবতাম, একেবারেই ভিন্ন ধারার, গতানুগতিক ধারার বাইরে, এত আর্টিস্টিক প্রচ্ছদ যিনি আঁকতে পারেন তিনি নিশ্চয়ই ভীষণ গুণী। এগুলো ছিলো আমার ছোটবেলার, সেই স্কুলে পড়া বালিকার চিন্তাধারা। সেই মানুষটির সাথে দেখা করতে পারবো এই চিন্তা কখনো মাথায় আসেনি। উনি ছিলেন একেবারেই তারকা, সত্যি ধ্রুবতারা, মাটিতে নেমে এসে গল্প করতে পারেন এই চিন্তা করিনি কখনো। শুধু তাঁর অসাধারণ প্রচ্ছদগুলো টানতো যিনি প্রায় পঁচিশ হাজার বইয়ের প্রচ্ছদ করেছেন।
ধ্রুবদা’র সাথে সরাসরি আমার দেখা হয় তাঁর পল্টনের বাসায়, ২০১২ সালে যখন ছোটদের প্রিয় ‘কিশোর লেখা’ পত্রিকার সম্পাদক আইরীন নিয়াজী মান্নার সাথে দাদার বাসায় কিশোর লেখার প্রচ্ছদ আনতে যাই। দাদার বাসায় গিয়ে আমি সত্যি অবাক। আমি ভেবেছিলাম তিনি নিশ্চয়ই ভীষণ রাশভারী, গুরুগম্ভীর হবেন, অত বড় মানুষ যিনি। অথচ দাদার আটপৌরে জীবনধারা দেখলে কেউ বুঝতেই পারবে না উনি এত বড় মাপের শিল্পী। এতটাই নিরংকার, আত্মপ্রচারবিমুখ, সদালাপী, হাসিখুশি দাদাকে দেখে মনে হচ্ছিলো নিভৃতে বসবাস করা একজন ঋষি। যিনি একমনে আত্মমগ্ন হয়ে শুধু কাজ করে চলেছেন। জাগতিক সুখ-দুঃখের বাইরের মানুষ তিনি। দাদার বাসা যেনো জ্ঞানী-গুণীদের তীর্থক্ষেত্র। আমার মতো ক্ষুদ্রকে যে দাদা মনে রাখেন এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি।
দাদা যে আমার জীবনের ধ্রুবতারা- তার সূচনা সেখানেই। আমি যখন কিশোর লেখা পত্রিকার জন্য কিশোর গল্প লিখেছি, সেসময় প্রচ্ছদ করতে গিয়ে দাদা হয়ত আমার লেখা গল্প পড়েছিলেন। তিনিই বলেন,‘সোমা বই করো। বইয়ের প্রচ্ছদ আমি করে দেবো।’ দাদার এই কথাটিই আমার লেখালেখির জগত আমূল পাল্টে দেয়। দাদার এই কথামনে হচ্ছিলো, আমি স্বপ্ন দেখছি। যে ধ্রুব দাদার প্রচ্ছদ দেখেছি বিখ্যাত সব লেখকের বইয়ে, ধ্রুব দাদার প্রচ্ছদে মগ্ন থেকেছি, ভেবেছি এত সুন্দর প্রচ্ছদ একজন শিল্পী কীভাবে করতে পারে? তিনি করবেন আমার মতো একজন লেখকের বইয়ের প্রচ্ছদ? তাও স্বেচ্ছায় করে দিতে চাইছেন, আমাকে লিখতে উৎসাহ দিচ্ছেন? লিখতে উৎসাহ দিচ্ছেন? এই অনুভূতিকেই বোধহয় স্বর্গীয় অনুভূূতি বলে।
দাদার উৎসাহেই আমার প্রথম কিশোর গল্পের বই ‘নীল প্রজাপতি’ প্রথম প্রকাশিত হলো ২০২০ সালে অমর একুশে গ্রন্থমেলায়। এরপর আরও আরও চারটি বইয়ের প্রচ্ছদ দাদা করে দেন। কিশোর গল্পের বই ‘পাখির জন্য ভালোবাসা’র পাশাপাশি ‘অন্যজীবন’, ‘জন্মপরিচয়’ ২০২১ সালের বইমেলায় এবং ২০২২ সালের বইমেলায় প্রকাশিত ‘বিয়ের একটি গল্প’ বইগুলোর প্রচ্ছদ ধ্রুব দা করে দিয়েছেন। এই বইয়ের নামগুলোও ধ্রুব এষদা’র দেওয়া। তিনি যখন প্রচ্ছদ আঁকেন তখন আমাকে আবার ফোন করতেন, তিনি যেরকম প্রচ্ছদ আঁকছেন আমি কি আমার গল্পে ঠিক সেই মেসেজটিই পাঠককে দিতে চাইছি কি না! প্রচ্ছদটা গল্পের সাথে মিলছে কি না তিনি নিশ্চিত হয়ে নিতেন। কতটা একনিষ্ঠভাবে কাজ করলে অত বড় মাপের একজন শিল্পী আমার মতো একজন ক্ষুদ্রের বইয়ের প্রচ্ছদ করার সময়ও এতটা যত্নবান থাকেন!
ভীষণ অমায়িক, আত্মপ্রচারবিমুখ একজন মানুষ যিনি নিভৃতচারী, যিনি আড়ালে থেকে আমার মতো ক্ষুদ্রকে নিজের অজান্তেই লেখালেখিতে উৎসাহ দিয়ে যান, যিনি হয়তো আরও এরকম লেখক, শিল্পী তৈরির নেপথ্য কারিগর-তাঁকে নিয়ে আর আলাদা করে লেখার কিছু নেই। যা-ই বলবো, যা-ই লিখবো সবই তাঁর জন্য অনেক কম হয়ে যাবে। সেই ছোটবেলায় যার কাজে মুগ্ধ ছিলাম সেই আকাশের ধ্রুবতারা যখন মাটিতে নেমে এসে আমার মতো ক্ষুদ্রকে সাহিত্যকর্মে জায়গা তৈরি করে দেন, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী আছে? তিনিই কিংবদন্তি প্রচ্ছদশিল্পী, শিশুসাহিত্যিক, বাংলা একাডেমী শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্ত ধ্রুব এষ। এই আকালে একজন সত্যিকারের মানুষ।
সোমা দেব: গল্পকার ও প্রবন্ধকার, শিক্ষক-রাজশাহী বিশ্ববিদ্যালয়
(লেখাটি ছোটদের প্রিয় পত্রিকা ‘কিশোর লেখা’র ধ্রুব এষ সংখ্যায় প্রকাশিত)
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
- ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- বন্যায় সহায়তা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী - পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি
- মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু
- নাসরিনের অধিনায়ক সানজিদা, সাবিনা-মাসুরারা অন্য ক্যাম্পে
- বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা
- হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা
- আজ মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে
- খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের
- পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি
- নাসরিনের অধিনায়ক সানজিদা, সাবিনা-মাসুরারা অন্য ক্যাম্পে
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
- বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা
- হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা
- খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়
- আজ মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে
- ‘পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’
- আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের
- তলবের ১০ মিনিটেই হাজির জেডআই খান পান্না, চাইলেন নিঃশর্ত ক্ষমা
- মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া

