নারী সাংবাদিকের জন্য পেশাগত চ্যালেঞ্জ বহুমাত্রিক: বক্তারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার
ওয়েবিনারে উপস্থিত আলোচকরা। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
দেশের প্রথম নারীবিষয়ক অনলাইন নিউজপোর্টাল উইমেননিউজ২৪.কম সম্পাদক আইরীন নিয়াজী মান্না বলেছেন, সাংবাদিকতা পেশা হিসেবেই চ্যালেঞ্জিং। এই পেশায় নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আর একজন নারী সাংবাদিকের জন্য এই চ্যালেঞ্জ বহুমাত্রিক। তবে গত দুই দশকে চিত্রটা যেভাবে বদলাচ্ছে, এতে একদিন কাঙ্ক্ষিত পরিবর্তন আসবেই। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত এক ওয়েবিনারে মুখ্য বক্তা হিসেবে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
শনিবার সন্ধ্যায় ‘সাংবাদিকতায় নারীদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা : প্রেক্ষাপট বাংলাদেশ’ শিরোনামের অনলাইন সেমিনারটি সিডব্লিউইউ এবং দীপ্ত টিভির ফেসবুক নীড়পাতায় সরাসরি সম্প্রচার করা হয়। জুম মাধ্যমে এই আলোচনায় উপস্থিত ছিলেন সিডব্লিউইউ’র উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মালেকা বেগম, বিজনেস স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক হাসান শিরাজী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক শাহনাজ পারভীন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেএমএস) বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারপারসন সজীব সরকার ও একই বিভাগের শিক্ষক শিক্ষক হাসিনুস সাবাহ।
পার্শ্ব আলোচক হিসেবে ওয়েবিনারে অংশ নেন দৈনিক আমাদের সময়ের সাংবাদিক জাহাঙ্গীর সুর ও মাজেদুল হক তানভীর। ওয়েবিনারটি উপস্থাপনা করেন জেএমএস শিক্ষক মাহমুদা কণা।
আইরীন নিয়াজী মান্না বলেন, দেশে দীর্ঘদিন ধরে নারীরা সাংবাদিকতা পেশায় থাকলেও ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে সাংবাদিকতায় নারীর পদচারণা দৃশ্যমান হয়েছে। তবে পুরুষের তুলনায় এই সংখ্যা এখনও আশাপ্রদ নয়। এখনো নিশ্চিত নিরাপদ পেশা হিসেবে সাংবাদিকতা গড়ে ওঠেনি, সেখানে নারীর জন্য এটি আরও অনিরাপদ। তবে মেধা, আত্মবিশ্বাস, দৃঢ়তা আর লক্ষ্য স্থির থাকলে নারীরা এ পেশায় অনেক দূর এগিয়ে যাবে নিশ্চয়।
স্বাগত বক্তব্যে উপাচার্য পারভীন হাসান বলেন, ‘নারীদের জন্য চ্যালেঞ্জ তো এখন সব জায়গায়, সব ক্ষেত্রেই প্রচুর চ্যালেঞ্জ। আর যেখানেই চ্যালেঞ্জ আছে, তার মানে, বুঝতে হবে, সেখানে সম্ভাবনাও অনেক। সম্ভাবনার দ্বারগুলো খুলে দিতে হবে। অধ্যাপক পারভীন হাসান মনে করেন, নারীরা পেশাগত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই সামনে এগিয়ে যাবেন।’
বাংলাদেশে নারী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ড. মালেকা বেগম বলেন, ‘শুধু আমাদের যে পরিবেশ-শুধু পারিবারিক নয়, সামাজিক যে পরিবেশ- সে কারণেই নারীদের শুধু সাংবাদিকতা নয়, সব প্রাতিষ্ঠানিক কাজে সমস্যায় পড়তে হয়।’
সিডব্লিউইউ’র রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ বলেন, ‘বাংলাদেশে চিকিৎসা পেশায় নারীদের অংশগ্রহণকে পরিবার থেকেই উৎসাহিত করা হয়, যেখানে নিরাপত্তার প্রশ্নে দিন-রাতের বিতর্ক নেই বললেই চলে। কিন্তু সাংবাদিকতা পেশায় নারীদের ব্যাপারে পরিবারগুলোর আপত্তির কারণ কী?’ একটি গবেষণাপ্রবন্ধের সূত্রে তিনি বলেন, এ পেশায় যৌন হয়রানির ঘটনা ‘বেশি মাত্রা’য় রয়েছে বলেই হয়তো এমন আপত্তি।’
সিডব্লিউইউ’র জেএমএস’র চেয়ারপারসন সজীব সরকার বলেন, ‘পরিবারে পুরুষকে সমান দায়িত্ব নিতে হবে; সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে, গণমাধ্যম-মালিকদেরও কর্তব্য পালনে শতভাগ ন্যায় হতে হবে; নজরদারি থাকতে হবে সরকারের তরফেও।’
অধ্যাপক হাসান শিরাজী মনে করেন, ‘অনলাইন পত্রিকায় বিজ্ঞাপনদাতাদের যে অনাস্থা, তা কাটিয়ে ওঠার জন্য বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। আর এভাবে অনলাইন মিডিয়াসহ সব গণমাধ্যমে বিজ্ঞাপন নিশ্চিত করতে পারলে নারীদের চাকরির স্থায়ীত্ব বাড়বে।’
সাংবাদিকতায় প্রযুক্তি কীভাবে নারীদের জন্য সম্ভাবনাময় হয়ে উঠতে পারে, অধ্যাপক শাহনাজ পারভীন সে বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ‘প্রযুক্তিকে কাজে লাগিয়ে নারীদের সংবাদিকদের নিরাপত্তা বাড়ানো সম্ভব। নতুন প্রযুক্তিতে কাজে লাগিয়ে নারীরা সাংবাদিকতায় আরও এগিয়ে যেতে পারবে।’
এ সময় পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিতে দক্ষ হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন হাসিনুস সাবাহ।
মাজেদুল হক তানভীর নারীদের জন্য অনলাইন মাধ্যমে কাজের সুবিধার কথা তুলে ধরেন। জাহাঙ্গীর সুর মনে করেন, সমাজের যে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সেটা বদলানোই বেশি জরুরি।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি

