ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

নিয়ন্ত্রণ হারালেন ‘মাতাল’ বাইকার, নিহত নারী আরোহী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৭ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর রমনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ফলে এক নারী আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। নিহতের নাম নিশি (২২)। তার স্বামী লালন আহমেদ পুরান ঢাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন চালক মোস্তফা কামাল (৩০)।

শুক্রবার (৬ মে) দিনগত রাত ১২টায় রমনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে রাস্তায় ছিটকে পড়েন ওই নারী। আইল্যান্ডে আঘাত লেগে তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে সেখান থেকে দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার সহকারী উপপরিদর্শক মাসুম জানান, ডিউটিকালীন রাস্তায় পড়ে থাকতে দেখে দুজনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদ্যপান করে মোটরসাইকেল চালাচ্ছিল মোস্তফা কামাল। নিহতের সঙ্গে তার সম্পর্ক তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত চালক যুবককে জরুরি বিভাগে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, চালকের অবস্থাও শঙ্কামুক্ত নয়।

পেশায় মুরগি ব্যবসায়ী আহত মোস্তফা কামাল চাঁদপুর সদরের শামসুল হকের ছেলে। মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় থাকেন তিনি।