পঞ্চগড় জজ কোর্টের সামনে সন্তান প্রসব
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি
পঞ্চগড়ের জেলা শহরের জজ কোর্টের সামনের মহাসড়কে রনজিনা খাতুন (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন। রোববার (২২ জানুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ধারে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় ও পুলিশের সহায়তায় ঘটনাস্থল হতে উদ্ধার করে তাদেরকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। মানসিক ভারসাম্যহীন ওই নারী জেলার সদরের ধাক্কামারা ইউপির লাঠুয়াপাড়ার খতিবুল ইসলামের স্ত্রী। তার আরও দুটি সন্তান রয়েছে। তাকে সরকার থেকে জেলার মাহানপাড়ায় আশ্রায়ণের ঘর দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেখানে না থেকে রাস্তাঘাটে থাকেন।
শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শেখ রাসেল স্ক্যানুতে (নবজাতকের বিশেষায়িত সেবাকেন্দ্র) চিকিৎসাধীন রয়েছে। ভারসাম্যহীন মাকে প্রাথমিক চিকিৎসা শেষে তার এক আত্বীয়ের বাড়িতে নেওয়া হয়েছে। সন্তান প্রসবের খবরটি ছড়িয়ে পড়লে হাসপাতালে নবজাতককে দেখতে প্রচুর লোকজনের ভিড় জমে।
নিকট আত্মীয় সফিকুল ইসলাম জানান, সে আমার ভাগ্নী। তার আগের দুটি বাচ্চা রয়েছে। বড় মেয়েটাকে লালন-পালন করে জেলার ইসলামবাগে বিয়ে দিয়েছি। কয়েকদিন আগে তার স্বামী মারা গেছে। এখন মা-মেয়ে আমার কাছে থাকে।
সাবিনা বেগম, লাইলী বেগম ও মজিদা বেগম নামের তিন প্রত্যক্ষদর্শী জানান, আমরা বোদা উপজেলা থেকে একটা কাজে এসেছিলাম। জেলা জজ কোর্টের সামনে প্রাঙ্গণে এসে দেখি ওই নারী ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছে। পরে আমরা বাজার থেকে কম্বল, তোয়ালেসহ কিছু কাপড় কিনে এনে পরিয়ে দেই ও ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে অবগত করি। মা-শিশু ভালো থাকুক, শিশুটি যেন তার অধিকার পায় সে ব্যবস্থা করতে অনুরোধ করছি।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল জানান, আমাদের জাতীয় জরুরি সেবা কেন্দ্রে খবর আসে, জেলা জজ কোর্টের সামনে রাস্তার পাশে একজন ভারসাম্যহীন মহিলা বাচ্চা প্রসব করেছেন। সেই তথ্যের ভিত্তিতে আমরা সেখানে আসি। সেখানকার স্থানীয়দের সহায়তায় নবজাতকসহ মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছি। আর ভারসাম্যহীন ওই নারীকে আমরা হাসপাতালে এনে জরুরি বিভাগে চিকিৎসা করাই। মা ও শিশু দুজনই ভালো আছে, সুস্থ আছে। তাদের পরিচয় মিলেছে। তারা ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী ও সন্তান রয়েছে। সে বাড়িতে থাকে না, এখানে সেখানে ঘুরে বেড়ায়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান জানান, নবজাতকসহ ওই নারী সুস্থ রয়েছে। কোনো সমস্যা নেই। শিশুটিকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী রাতে ঢাকা পোস্টকে বলেন, আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে গিয়েছি। মা-শিশুকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তারা ভালো আছে। তাদের বিষয়ে যাবতীয় খোঁজখবর রাখা হচ্ছে।
- মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ সেতুমন্ত্রীর
- সরকার সমৃদ্ধ রাজস্ব ভাণ্ডার গড়ে তোলায় প্রাধান্য দিচ্ছে
- সাফে শুভসূচনা বাংলাদেশের মেয়েদের
- শিশুদের হাতে মোবাইল ফোন দেবেন না : জাফর ইকবাল
- ছুটির দিনে ক্রেতার আগমনে সরগরম বইমেলা
- নজরুলের মানবিকতা সোনার বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রেরণা যোগাবে
- দেশে করোনায় আক্রান্ত আরও ১০ জন
- সবুজ পাহাড়ের বাঁকে-বাঁকে হলুদের ছড়াছড়ি
- গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ৭৩তম
- নির্দিষ্ট সময়ের মধ্যে কেন বই পায়নি খোঁজ নেয়া হবে: শিক্ষামন্ত্রী
- বেড়েছে মুরগি ও ডিমের দাম
- চুল বিক্রি করে বছরে আয় ১৫০ কোটি টাকা
- সারাহকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি সংসদে
- গাজীপুরে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু
- সপ্তাহের ব্যবধানে বেড়েছে যেসব পণ্যের দাম
- রাজগঞ্জে ধান সিদ্ধ ও শুকানোয় ব্যস্ত কৃষাণীরা
- ঔপনিবেশিক স্থাপত্যে সমৃদ্ধ কলকাতার পাঁচ গির্জা
- রোনালদোর বান্ধুবীর জন্য সৌদিতে নতুন নিয়ম
- কুড়িগ্রামে লক্ষ্যমাত্রার থেকে বেশি সরিষার আবাদ
- দ্রুত ওজন কমাতে পান করুন ‘আমলকি চা’!
- শীতকালে প্রতিদিন গোসল না করলে কী হয়?
- দুই সন্তানসহ মায়ের আত্মহত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার
- নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না
- মিরপুরে এসির লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ নারীর মৃত্যু
- ‘অনুপ্রাণন’-এর বই আলোচনা ও লেখক সম্মাননা অনুষ্ঠান
- সারাহ ইসলাম ঐশ্বর্য: যে জীবন আলো জ্বেলে যায়
- আমার কোনো অবসর নেই: রোকেয়া হায়দার
- লিফট নয় যে কারণে ব্যবহার করবেন সিঁড়ি
- আমরা একটি টিপ এবং এক মুঠো রোদ্দুর
- মাঘের শীতে যা করবেন, যা করবেন না