বইমেলায় আজ মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি : সংগ্রহ করা
আজ শুক্রবার বইমেলায় মানুষের ঢল। বইপ্রেমী মানুষের বাঁধভাঙা জোয়ারে গোটা মেলা প্রাঙ্গণ রূপ নিয়েছে জনসমুদ্রে। পা ফেলার সামান্য জায়গা নেই যেন। লাখো মানুষের ভিড় ঠেকেছে একদিকে শাহবাগ অন্যদিকে দোয়েল চত্বরে গিয়ে।
ছুটির দিন শুক্রবার হওয়ায় বইমেলায় শিশুপ্রহর শুরু হয় সকাল ১১টায়। শিশু-অভিভাবকরা সকালে এলেও অনেকেই রয়ে গেছেন বিকেলেও।
শিশুপ্রহরের কারণেই দুপুরের পর থেকে মেলার চিত্র পাল্টে যায়। দীর্ঘ থেকে দীর্ঘ হত থাকে সারি। পায়ের তালে পা। মেলার গেট পেরুতেই ঘণ্টা পার। তবুও কোনো বিরক্তি নেই, নেই কোনো ক্লান্তির ছাপ। সবার মধ্যেই উৎসবের আমেজ।
মেলায় সন্ধ্যার পর তিল ধরার ঠাঁই মেলেনি। উপচে পড়া ভিড়ে হাঁটারও জো নেই। প্রচণ্ড ভিড়ে অনেকেই নাজেহাল।
রাজধানীর মালিবাগ থেকে মেলায় আসা ফরহানা রহমান বললেন, চাকরি কনি তাই আজই হাতে সময়আছে। সপ্তাহের অন্যদিনগুলোতে ছুটি তো পাব না। ঘুরে ঘুরে বই দেখেছি। কয়েকটি বই কিনেছি।’
মেলা প্রসঙ্গে কথা হয় ছড়াসাহিত্যিক ফারুক নওয়াজের সঙ্গে। তিনি বলেন, আসলে ছুটির দিন বলেই আগতদের ভিড় আজ বেশি। আর আজ আমি এসেছি এই ভিড় দেখতে। আজ মেলায় লোক বেশি তাই বিক্রিও বেশি।
তিনি বলেন, লোকের সমাগম দেখে বেশ আনন্দ লাগছে। এখনো আমাদের দেশের মানুষ বই পড়ে ভাবতেই ভাল হয়ে যাচ্ছে।
কথা হয়, বলাকা প্রকাশনের প্রকাশক শরিফা বুলবুলের সঙ্গে। তিনি বলেন, ‘মেলা প্রকৃত ছন্দে ফিরে এসেছে। আজ প্রচুর ভিড়। শুক্রবার এমন ভিড় হবে তা ধারণা করেছিলাম। বইও বিক্রি হচ্ছে বেশ।’
জানা গেছে, অমর একুশে গ্রন্থমেলায় এবার প্রথম ছয়দিনে বাংলা একাডেমির নিজস্ব স্টলে ২৫ লাখ সাড়ে আট হাজার টাকার বই বিক্রি হয়েছে। গত মেলায় ছয়দিনে একাডেমির বিক্রি ছিল ১৮ লাখ তিন হাজার টাকা। এবারের ছয়দিনে বিক্রি ৭ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।
বাংলা একাডেমীর পরিচালক, ড. জালাল আহমদ বলেন, একাডেমির ছয়দিনের বই বিক্রির হিসাব আমরা দিয়েছি। অন্যান্য স্টল ও প্যাভিলিয়নগুলোতেও বিক্রির অবস্থা মেলা কমিটির পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মেলা শেষে সব স্টলের বিক্রির তথ্য মিডিয়াকে জানানো হবে।
তিনি বলেন, এ পর্যন্ত মেলার সার্বিক অবস্থা ইতিবাচক। মেলায় প্রকাশিত প্রতিদিনের নতুন বই একাডেমিতে জমা দিচ্ছেন প্রকাশরা। প্রতিদিনই বই প্রকাশের সংখ্যা বাড়ছে। বিক্রিও বৃদ্ধি পাচ্ছে।
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের
- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- নতুন বছরে বাজারে এলো ৪ ডিভাইস
- আজ মেঘলা থাকবে রাজধানী ঢাকার আকাশ
- দেশের নারী ভোটার: ৬.২৮ কোটি, মোট ভোটারের অর্ধেক
- নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা
- আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
- ‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর’
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল
- ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল
- গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
- সারাদেশে প্রচারণার উৎসব
- ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
- একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
- শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস
- পোস্টাল ভোট কী, কারা দিতে পারবেন এবং যেভাবে আবেদন করবেন
- খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন

