বিশ্ব নারী দিবসে কবিতা ‘নারী’
কানিজ কাদীর | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৮ মার্চ ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি
নারী তুমিই মানুষ, তুমিই তো নারী,
তুমি যে মা।।
কি শোভমান তোমার দেহবল্লরী
হাতে চুড়ি, কপালে টিপ,
শাড়িতে কত অপরুপা, স্নিগ্ধ তুমি।
এলোচুল কিংবা কবরীতে গোলাপে
কি মোহনীয় হয়ে ওঠ তুমি।
তোমার হাতের স্পর্শে-
সবকিছু হয় সুন্দর,
যেন বাগানে ফোঁটে ফুল।
আলোয় হয় যেন স্বর্গপুরী।
তোমার হৃদয়ের ছোঁয়ায়
সবকিছু যেন হেসে ওঠে।
তুমি হয়ে যাও-
মা, বোন, কন্যা, স্ত্রী।
মা, তোমার তুলনা তো তুমিই,
তুমি আছ বলেই পৃথিবীটা সুন্দর।
তোমার মধুর ছোঁয়া দেয় সব ভুলিয়ে
তোমার শ্রম দেয় কাজের প্রেরণা।।
বোন সে তো রক্তেরই টান,
কখনও অভিভাবিকা, কখনও বন্ধু,
আর কন্যা-
সে যে সবার স্নেহের ধন।
আর স্ত্রী, কোন স্বর্গীয় বন্ধন যেন
রক্তের বাঁধনের চেয়েও শক্ত হয়ে যায়।
প্রতিটি দিনই তুমি সুখ ও দুঃখের সাথী।
এমনিভাবেই নারী তুমি অনন্যা
যুগে যুগে তুমি এসেছ কত রুপে।
তুমি গৃহিণী, তুমি সাহিত্যিক, তুমি চিকিৎসক,
তুমি শিক্ষিকা, তুমি ইঞ্জিনিয়ার, তুমি সৈনিক,
তুমি পাইলট, তুমি শিল্পী, শ্রমিক, বুয়া,
আরও কত না রুপে।।
নারী, তোমার কোমল স্নেহময়ী রুপেই তুমি সুন্দর।
তোমার চোখের জল আর দেখতে চাই না।
নারী তোমার চলার পথে আসবে
তিক্ত কথার বাণ, কত বাধাঁ।
কিন্তু তবু তুমি থাকবে-
দৃঢ় অঙ্গীকারে বদ্ধ-
থাকবে সামনে এগিয়ে চলার শপথ।
যা কিছু সুন্দর তাই দিয়েই তুমি করবে
আগামী বিশ্ব জয়।
নারী তোমাকে জয় করতেই হবে।
নারী তুমি শুধু পেতে চেয়ো না
দিতেও জেনো।
মনে রেখো অধিকার পেতে হলে
কিছু দিতেও হয়।
তোমার জন্য কোনাে পরিবার
যেন না হয় ধ্বংস।
কোনো পুরুষ যেন না হয়
হাত-পা বাঁধা।
আর আমরা দেখতে চাই না,
বৃদ্ধা মার পরিতাপ, ধুঁকে ধুঁকে মরা।
আর আমরা দেখতে চাই না,
বোনের নির্যাতিত মুখ, গৃহবধূর লাশ,
আর শুনতে চাই না স্ত্রীর করুণ আর্তি।
একটি দিনই কেন নারী দিবস?
নারীর দিবস তো প্রতিটি দিনই।
প্রতিটি দিনই নারী তুমি থাকো
সহমর্মিতায়, সহযোগিতায়, শ্রদ্ধায়, ভালোবাসায়,
এই হউক আমাদের সবারই অভিপ্রায়।
লেখক পরিচিতি: কানিজ কাদীর
- অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার
- ইফতারে যে ৩ খাবার এড়িয়ে চলা ভালো
- ছুটির দিনে রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা
- ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে মসলার দাম চড়া, বিপাকে ক্রেতারা
- দেশের ৭ বিভাগে বৃষ্টির আভাস
- নারী যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিতে নতুন প্রতিশ্রুতির আহ্বান
- লন্ডনে বিদ্যুৎহীন হাজারো বাড়ি, বন্ধ হিথ্রো বিমানবন্দর
- ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- কেজিতে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, চালও চড়া
- ঈদ ঘিরে রেমিট্যান্সে জোয়ার, নতুন রেকর্ডের আভাস
- তনু হ*ত্যার ৯ বছর: এখনও তদন্ত চলছে
- গাজায় তিনদিনে প্রাণ গেল ৬০০ ফিলিস্তিনির
- ফেসবুক স্টোরি থেকে আয়ের নতুন সুযোগ
- ঈদের ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- সবজিতে স্বস্তি, তেল-চালের বাজার চড়া
- কফির সঙ্গে এসব খাবার ভুলেও খাবেন না!
- কোচ বাটলারকে নিয়ে সাবিনাদের যত অভিযোগ
- একাই ৪ স্বর্ণ জয় করলেন নরসিংদীর উর্মি
- হাসপাতাল থেকে আজ বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া
- নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা: বাফুফের প্রতিবাদ
- হাঁসের মাংসের কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি
- শনিবার থেকে শীত আরও বাড়বে
- অমর একুশে বইমেলা: অতীত থেকে বর্তমান
- দুর্ঘটনায় সালমানের বোনের হাড়গোড় ভেঙে চুরমার
- নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ
- ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত
- জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ জুনিয়র টাইগ্রেসদের
- বইমেলায় আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’
- চালের বাজারে অস্থিরতা