ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৮:১৪:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

শাড়ি নিয়ে ঢাবি ছাত্রীদের কাড়াকাড়ি, আহত শিক্ষক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

শাড়ি নিয়ে ঢাবি ছাত্রীদের কাড়াকাড়ি, আহত শিক্ষক

শাড়ি নিয়ে ঢাবি ছাত্রীদের কাড়াকাড়ি, আহত শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি নিয়ে ঝগড়া হয়েছে। ছাত্রীদের মধ্যে চলমান ঝগড়া থামাতে গিয়ে তাদের হাতেই লাঞ্ঝনার শিকার হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরিন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগ নেতৃবৃন্দ ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাড়ি দেয়। সেই শাড়ি একজন সিনিয়র নেত্রীর অনুমতি না নিয়েই অন্য আরেকজন নেত্রী  কয়েকজন ছাত্রীকে দিয়ে দেয়। এরপ্রেক্ষিতে, কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময়  পরিস্থিতি শান্ত করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন হলের আবাসিক শিক্ষক জোবাইদা নাসরীন।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর রাতে জ্যেষ্ঠ নেত্রীর শাড়ি বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক্য বিনিময় হয়। এই ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যায় ছাত্রীদের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এসময় আবাসিক হল শিক্ষক নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরীন । এসময় তার বিরুদ্ধে ‘ছাত্রলীগকে নিয়ে সমালোচনামূলক লেখার’  অভিযোগ তুলে হামলা করে ছাত্রলীগের একটি পক্ষের নেতা-কর্মীরা। এঘটনায় ২/৩ ছাত্রী আহত হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি তদন্ত কমিটি করার কথা রয়েছে। এদিকে, রবিবার  রাতে এক বিজ্ঞপ্তিতে এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সালসাবিল রাবেয়াকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।