ঢাকা, বুধবার ১৮, জুন ২০২৫ ২০:৫৭:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া উপকূলে চলছে ভারী বর্ষণ, জনজীবন স্থবির বাসের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজির তিন যাত্রী নিহত ৬০ কিমি বেগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

সারা দেশে আরও ১৩ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ১০ জুন ২০২৫ মঙ্গলবার

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ১৩ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ২ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে এই সময়ে মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এদিন মোট ৮৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সরকারি ল্যাবে ১০১টি, বেসরকারি ল্যাবে ৭৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৫২ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫৯ হাজার ৭৩০ জনে। মৃত্যুবরণ করেছেন মোট ২৯ হাজার ৫০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬১ হাজার ৯৮১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি ১০ লাখ জনসংখ্যায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১২.৭৭ এবং মৃত্যুহার ১.২২। মোট জনসংখ্যার অনুপাতে দেশে এখন পর্যন্ত প্রতি ১০ লাখে সংক্রমিত হয়েছেন ১১,৮৫০.৭ জন এবং মারা গেছেন ১৭৩.৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।