ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ২০:৫২:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান নিরাপদ, শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা তারেক রহমানের কোথায়, কোন কর্মসূচি গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে সরকার কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি ইসির পুলিশের খোয়া যাওয়া অস্ত্র অধরা নির্বাচন ঘিরে আতঙ্ক

স্পিকারের সাথে কবিতা খানমের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৪৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে নির্বাচন কমিশনার কবিতা খানম আজ রোববার সংসদ ভবনে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে নির্বাচন কমিশনার কবিতা খানম আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিতব্য ‘ফোরাম ফর ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (এফইএমবিওএসএ)’ এর সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার প্রেরিত একটি আমন্ত্রণপত্র স্পিকারের কাছে হস্তান্তর করেন।


এসময় স্পিকার নির্বাচন কমিশনার কবিতা খানমকে আমন্ত্রণপত্রের জন্য ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি জানান।


‘ফোরাম ফর ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া’ ২০১০ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে সার্ক অঞ্চলের নির্বাচন কমিশনের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম সম্মেলন এ বছর ঢাকাতেই অনুষ্ঠিত হয়।


আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার নির্বাচন কমিশন এফইএমবিওএসএ এর সদস্য। প্রতিবছর সদস্য দেশসমূহ ইংরেজী বর্ণমালার ক্রমানুসারে এফইএমবিওএসএ সম্মেলন আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে দ্বিতীয়বারের মত বাংলাদেশে এ সংগঠনের নবম সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে ।