অাজ জমজমাট ঈদ কেনাকাটা
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:২৬ পিএম, ১ জুন ২০১৮ শুক্রবার
রোজার মাসের মাঝামাঝিতে এসে জমে উঠেছে ঈদের কেনাকাটা, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর বিপণিবিতানগুলোতে ক্রেতা উপস্থিতি আর বেচা-বিক্রিতে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা। ঈদের আগের বাকি দিনগুলোতেও এভাবে বিক্রি হবে বলে আশা করছেন তারা।
এদিন সকাল থেকেই ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে যমুনা ফিউচার পার্ক,বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, নূরজাহান সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গুলশান ডিএনসিসি মার্কেট, আজিজ সুপার মার্কেট ও বঙ্গবাজারসহ বিভিন্ন বিপণিবিতান। দিনভর বেচা-কেনায় ব্যস্ত সময় পার করেন ক্রেতা-বিক্রেতারা।
চাঁদনী চক মার্কেটের নিউ টাইম ফ্যাশনের বিক্রয়কর্মী ফরিদ বলেন, রোজা শুরুর পর থেকে শুক্রবারই বেশি ক্রেতা পেয়েছেন তারা। অন্যান্য ঈদে তো ৩-৪ রোজা থেকেই ধুমছে কাস্টমার আসতে থাকে, বিক্রিও হয় ভালো। কিন্তু এবার আজকেই সবচেয়ে বেশি কাস্টমার আসছে। নিউ টাইম ফ্যাশনের তাকগুলোতে সাজানো হয়েছে নানা কাপড় আর নকশার মেয়েদের পোশাক দিয়ে।
এই বিপণিবিতানের নোমান টেক্সটাইলের ব্যবস্থাপক মনির বলেন, এত দিন যা বিক্রি হইছে, তা গত ঈদের তুলনায় অনেক কম। আজ অনেক ক্রেতা এসেছে। ভিড়ও অনেক বেশি। বিক্রিও হচ্ছে বেশি। চাঁদনী চকে কেনাকাটা করা আজিমপুরের গৃহিনী মমতাজ নাসরীন বলেন, রোজায় আজ প্রথম মার্কেটে আসলাম। বাচ্চাদের কেনাকাটা শেষ করেছি, আমাদেরটা পরে করব।
নিউ মার্কেটের মেয়েদের পোশাকের দোকান আবরণ ফ্যাশনের বিক্রয়কর্মী লোকমান মিয়া বলেন, রোজার শুরুর পর যত ক্রেতা এসেছে, আজকে মনে হয় তারচেয়ে বেশি এসেছে। নিউ মার্কেটে মেয়েদের কামিজের দোকান জনসন গার্মেন্টসের বিক্রয়কর্মী রাব্বী বলেন, আজকে অনেক কাস্টমার আসছে। সামনেও এমন জমবে মনে হচ্ছে। এই মার্কেটে কেনাকাটা করতে আসা ইডেন কলেজের শিক্ষার্থী শিরিন বলেন, বাড়ী চলে যাব। তাই যাওয়ার আগে কেনাকাটা করে নিলাম।
কারওয়ানবাজার এলাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেও দিনভর ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। দুপুর থেকেই দীর্ঘ লাইন ধরে মার্কেটে ঢুকতে হয় তাদের। সব বয়সী ক্রেতার পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মার্কেটের বিভিন্ন ফ্লোর। তবে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে পোশাকের দোকানে। এর বাইরে জুতা, প্রসাধনী ও অলঙ্কার এবং মোবাইলের দোকানে বেশ ভিড় হয়।
শাড়ির দোকান সুকন্যা শাড়ির ব্যবস্থাপক সুমন আহমেদ বলেন, “এতদিন তো আমরা কাস্টমারই পাইনি। আজকে অনেকে আসছে, দেখছে। তবে কিনছেও পছন্দমত হলে। দুই থেকে দশ হাজার টাকা দামের শাড়ি বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি। এই বিপণিবিতানের বিভিন্ন ফ্যাশন হাউজগুলোতেও ছিল ক্রেতাদের ভিড়।
ফ্যাশন হাউজ ‘ইয়োলো’র শাখা ব্যবস্থাপক তানভীর আহমেদ বলেন, ঈদ বাজারের প্রকৃত আমেজ আজ থেকে শুরু হল। বেশ ক্রেতা এসেছেন, বিক্রিও ভালো হয়েছে। বসুন্ধরায় কেনাকাটা করতে আসা ব্যাবসায়ী রেহানা পারভীন বলেন, এত দিন কাজের চাপ ও আবহাওয়ার কারণে ঈদের কেনাকাটা করতে পারিনি। আজ মার্কেটে আসলাম পরিবার নিয়ে।
যমুনা ফিউচার পার্ক ঘুরে দেখা গেল ঈদের কেনাকাটার জন্য প্রতিটি ফ্লোরে ভিড় করেছেন অসংখ্য পরিবারের সদস্যরা। দেশের প্রায় সব বড় বড় ফ্যাশন হাউস, কাপড়ের দোকান, জুতার দোকানসহ এ মার্কেটে রয়েছে বিদেশী নামিদামি ব্র্যান্ডের আউটলেট। প্রতিটি প্রতিষ্ঠানই রোজার ঈদকে কেন্দ্র করে তাদের ডিসপ্লে উইন্ডোতে তুলেছে নিত্যনতুন ডিজাইনের পোশাক, জুতাসহ অন্যান্য সামগ্রী। মার্কেটের জেন্টল পার্ক, খান্নানি ব্রাদার্স, গো গ্রাসি, আড়ং, ইনফিটিনিটি, ক্যাটস আই, নবরূপা, সাদাকালো ইত্যাদি দোকানগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড় দেখা গেল। আড়ং বরাবরের মতো এবারও এনেছে এক্সক্লুসিভ পোশাক।
আড়ংয়ের বিক্রয়কর্মী তিথি বিশ্বাস বলেন, শহরের বিভিন্ন রাস্তার পাশে বিলবোর্ডে বা আড়ংয়ের ফটোশুটে ব্যবহার করা পোশাকগুলোই ক্রেতারা বেশি চাইছেন। হাতের কাজের প্রাধান্য দেওয়া এসব পোশাক পছন্দ করছেন তরুণীরা। এসব পোশাক পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। বরাবরের মতো এবারও কিশোরীদের পছন্দ আড়ংয়ের তাগা। এসব পোশাকে হাতের বিভিন্ন জায়গায় কুঁচি দেওয়া আবার কোনোটার হাতার মাঝখানে অনেকটুকু জায়গা ফাঁকা। কোনোটায় ঝালর দেওয়া। আড়ংয়ের পোশাকের বাহারি কোনো নাম নেই।
বিক্রয়কর্মীরা বলেন, সালোয়ার স্বাভাবিক হলে তার নাম এসকেডি, সালোয়ার প্যান্ট কাট হলে তার নাম পিকেডি বা চুড়িদার হলে নাম দেওয়া হয় সিকেডি। মার্কেটের দোতলার ইয়েলো, এক্সটেসি, রিচম্যান, স্টেশন ২১ ও মডসহ অন্যান্য পোশাকের দোকানগুলোতেও হালফ্যাশনের পোশাকের ছড়াছড়ি দেখা গেছে। মার্কেটের জুতার দোকানগুলোর মধ্যে বাটা, গ্যালারি এপেক্স, জিল’স, লট্টো ইত্যাদি দোকানের প্রতি ক্রেতাদের আগ্রহ আজকে চোখে পড়ার মত।
বিভিন্ন ফুটপাত , মিরপুর রোডের বিভিন্ন ছোটখাটো মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি মোড়, এলিফ্যান্ট রোড, বেইলি রোড়, ইস্টার্ন প্লাজা, পলওয়েল, নয়াপল্টনের গাজীভবন, মৌচাক, কর্ণফুলী সিটি গার্ডেন, পুরান ঢাকার ইসলামপুর, সদরঘাট এলাকাসহ মিরপুর, ওয়ারি, রাজধানী সুপার মার্কেটসহ সায়াদাবাদ-যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন মার্কেট, ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরার প্রায় সব ধরনের মার্কেটেই ক্রেতার আনাগোনায় মুখোরিত।
এবারের ঈদ-মার্কেটে বরাবরের মতোই ফ্যাশনের বাড়তি আবহ সৃষ্টি করেছে দেশীয় ফ্যাশন হাউসগুলোর নিজস্ব সৃষ্টিকর্ম। এর বাইরে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, চীন এমনকি ইতালিসহ ইউরোপ ও আমেরিকার পণ্য। প্রায় সর্বত্রই ভারতীয় ডিজাইনের কাপড় ও শাড়ির সংগ্রহ লক্ষ্য করা গেছে। যেহেতু গরম সেহেতু ভারতীয় সুতির থ্রিপিসের কদর বেশি দেখা গেল। ভারতীয় সুতির সালোয়ার কামিজের মধ্যে ডিজিটাল প্রিন্টের চল চলছে এখন। ভারতের ব্র্যান্ডের থ্রিপিসের মধ্যে গঙ্গা,জিনামের থ্রিপিস গুলো মেয়েদের বেশি পছন্দ। গঙ্গা ব্র্যান্ডের থ্রিপিস বেশিরভাগই সুতির মধ্যে হয়ে থাকে। পাশাপাশি জর্জেটের থ্রিপিস তো আছেই। দাম পড়ে ২৫০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত।
জিনাম ব্র্যান্ডেও জর্জেট, সুতির মধ্যে থ্রিপিস হয়ে থাকে। দাম পড়ছে ৩০০০ থেকে ৬৫০০ টাকা। পাকিস্থানী সালোয়ার কামিজের বরাবরই চাহিদা থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে ব্রান্ডের মধ্যে ফেরদৌস, সানা সাফিনা,কারিযমা, মতিস ফ্যাশন বেশ জনপ্রিয়। ফেরদৌস ব্র্যান্ডের ভিতর সব ধরনের সুতির থ্রিপিস আছে। এগুলোর দাম পড়ে ৭০০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৯০০০ টাকা পর্যন্ত। সানা সাফিনা ব্র্যান্ড এর ভাল সিল্কের থ্রিপিস পাওয়া যাচ্ছে। এগুলো সিল্কের হলেও গরমের মধ্যে বেশি চলছে বলে জানান বিক্রেতারা। কারিযমা ব্র্যান্ডের সুতি,জর্জেট থ্রিপিস পাওয়া যাচ্ছে। এগুলো ৪০০০ থেকে ৮০০০ টাকায় পাওয়া যাচ্ছে। মতিস ফ্যাশনেরও ভাল মানের সুতি ও জর্জেটের থ্রিপিস ৩০০০ থেকে শুরু করে ৬০০০ টাকা পাওয়া যায়। এছাড়া গজ কাপড়ের মধ্যে জয়পুরি কটনই বেশি চলছে। এর দাম প্রতি গজ কাপড়ের মান ভেদে ৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে।
এছাড়াও ভারতীয় হিন্দি ও বাংলা সিরিয়ালের নায়ক-নায়িকাদের নামে পোশাকে ছড়াছড়ি। বিশেষ করে পদ্মাবতী পোশাক বাছাইয়ে ব্যস্ত তরুণী। ভারতের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির ছবি পদ্মাবত বিতর্কে দেশটির বিভিন্ন রাজ্যে ভাঙচুর, অগ্নিসংযোগ এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। সিনেমায় দীপিকা যে পোশাক পরেছেন, তাই বাংলাদেশের ঈদবাজারে পদ্মাবতী নামে ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন বিক্রেতারা। অনেকটা লেহেঙ্গার মতো দেখতে মেয়েদের এই পোশাকের দাম সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা।
নারীদের কেনাকাটার আরেক স্থান মালিবাগের মৌচাক মার্কেট। সেখানে শাড়ি, সালোয়ার-কামিজ, থান কাপড় ইত্যাদির পসরা সাজিয়েছেন বিক্রেতারা। একই এলাকার আনারকলি, কর্ণফুলী গার্ডেন সিটি এবং টুইন টাওয়ারেও বিক্রেতারা প্রস্তুত হয়ে আছেন ক্রেতা সমাগমের জন্য। এসব এলাকায় ক্রেতারা থান কাপড় কিনে দর্জি দিয়ে কাপড় বানান। এসব জায়গাতেও যেন কেনার প্রতিযোগিতা শুরু হয়েছে।
এর বাইরে গুলশান, বনানী, উত্তরা, বারিধারার বিভিন্ন ফ্যাশন হাউসে ইতিমধ্যে পশ্চিমা বিশ্বের হাল ফ্যাশনের তৈরি পোশাক থরে থরে সাজানো হয়েছে। সেখানে মেয়েদের আনাগোনা বেশি লক্ষ্য করা গেল। বনানী অপেরা হাউস থেকে টপস ও জিনস কিনেছেন প্রিয়াসা। বললেন,দুটোর দাম নিল আট হাজার টাকা।
এভাবে আজ থেকেই যেন ঈদের চূড়ান্ত রেশ শুরু হল।
- গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
- নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হবে: শামা ওবায়েদ
- মা-মেয়ে হত্যা: গৃহকর্মী ৬ দিন, স্বামী ৩ দিনের রিমান্ডে
- ‘ক্রিকেটের চেয়ে বেশি কাউকে ভালোবাসি না’
- র্যাব কর্তকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট
- ভারতীয় বিমানে কবুতর, যাত্রীদের আনন্দ-উল্লাস
- রাশিয়ায় এস্কেলেটর দুর্ঘটনায় আহত এক নারী
- জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ হলেন ফাহমিদা খাতুন
- সবচেয়ে মূল্যবান ফুটবলারের পুরস্কার জিতলেন মেসি
- সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
- ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন
- নেতিবাচক চিন্তা দূর করে ইতিবাচক থাকুন কিছু উপায়ে
- ঝালকাঠি-১ আসনে এনসিপির প্রার্থী ডা. মিতু
- নারীবাদীদের ‘দুশ্চরিত্রা’ বলে গালি ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী
- আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা
- সকালে খালি পেটে ফল খাওয়া কি ক্ষতিকর?
- হজে ছবি তোলা নিষিদ্ধ নিয়ে যা জানা গেল
- অভিনয় না করেও কোটি টাকার মালিক এই অভিনেত্রী!
- ২০২৬ সালের প্রাইভেট এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের নির্দেশনা
- নাটক ছাড়তে হবে এমন কোনো কথা নেই : তানিয়া বৃষ্টি
- ‘কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চাই না’
- ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন
- গুগলের ডপ্ল অ্যাপে এআই নির্ভর কেনাকাটার নতুন ফিড
- ৮ দিনেই এলো এক বিলিয়ন ডলার রেমিট্যান্স
- কিশোরী ধর্ষণচেষ্টায় ইউপি সদস্য গ্রেফতার
- বারবার জায়গা পাল্টাচ্ছেন সন্দেহভাজন গৃহকর্মী: পুলিশ
- বিপিএলে আসছেন ভারত ও পাকিস্তানি উপস্থাপক
- ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৭৭ জন
- সামান্য কমেছে সোনার দাম, বিশ্ব রেকর্ড রুপার

