ঢাকা, বৃহস্পতিবার ১৮, ডিসেম্বর ২০২৫ ২৩:১৬:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘ভারতের সঙ্গে সরকারের সম্পর্কে টানাপড়েন আছে’ বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে যা জানিয়েছে ভারত মা-মেয়ে হত্যা : সেই গৃহকর্মীর দোষ স্বীকার যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

আইপিএল নিয়ে বড় দুঃসংবাদ পেল বিসিসিআই

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বর্তমানে ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় ধরা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 'আইপিএল'কে। শুধু কী তাই, ভারতের সবচেয়ে বড় ‘মিডিয়া প্রপার্টি’ বলা হয় এই আইপিএলকে। আর সেই আইপিএল নিয়েই এবার বড় দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

বিএআরসি ইন্ডিয়া নামের এক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে, ‘টাকার লিগ’ খ্যাত টুর্নামেন্টটিতে গেল সপ্তাহে টিভি দর্শকসংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। শতাংশের হিসাবে যা প্রায় ৩৩ শতাংশ।

আর এরই মধ্যে যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিসিসিআইয়ের জন্য। কারণ বিজ্ঞাপনদাতারাও এ নিয়ে নিজেদের শঙ্কা প্রকাশ করেছে। এছাড়া দর্শকসংখ্যা এমন এক সময়ে কমে গেল, যখন আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রির প্রস্তুতি চলছে।  

বিএআরসি ইন্ডিয়ার তথ্যমতে, চলতি আইপিএলের প্রথম সপ্তাহে মাত্র দুটি ম্যাচে টেলিভিশন দর্শকসংখ্যা ১০০ মিলিয়ন পেরিয়েছে। ম্যাচ দুটি হয়েছিলো চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইটরাইডার্স আর পাঞ্জাব কিংস ও বেঙ্গালুরুরের মধ্যে।

জানা গেছে, সার্বিকভাবেও দর্শকসংখ্যা কমেছে আইপিএলে। বিএআরসি ইন্ডিয়া বলছে, প্রথম সপ্তাহে আইপিএলের দর্শক ১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২৯.০৬ মিলিয়নে। গত বছর একই সময়ে যা ছিল ২৬৭.৭ মিলিয়ন। করোনাকালে মাঠে গড়ানো ২০২০ সালে আইপিএলের প্রায় সব ম্যাচেই টেলিভিশন দর্শকসংখ্যা ১০০ মিলিয়ন পেরিয়েছিল।

তবে হঠাৎ কেন আইপিএলে টেলিভিশন দর্শকসংখ্যা কমছে? এমন প্রশ্নের জবাবে ভারতের একজন ক্রীড়া বিপণন বিশেষজ্ঞ বলেন, আইপিএলের সব কটি আসরের মধ্যে ২০২২ আইপিএলের দর্শকসংখ্যাই এখন পর্যন্ত সবচেয়ে কম। আইপিএলের টেলিভিশন দর্শকের বাজার বড় হওয়ার সুযোগ কম বলেও মন্তব্য করেছেন তিনি।