ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১০:৩৬:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ইতিহাসে হিটস্ট্রোকে একদিনে ১৭ মৃত্যুর রেকর্ড ঢাকাসহ ৫ জেলার স্কুল-কলেজ বন্ধ আজ, প্রাথমিক খোলা বিপজ্জনক দাবদাহ থেকে নিজেকে রক্ষা করবেন যেভাবে ফিলিপিন্সে সরকারি স্কুলে সশরীরে পাঠদান স্থগিত অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা, অনলাইনে ক্লাস দাবি হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন

আতর, টুপি, জায়নামাজ কেনার ধুম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:২৯ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার

ঈদের কেনাকাটার শেষ সময়ে রাজধানীসহ সারাদেশের বাজারগুলোতে আতর, টুপি ও জায়নামাজ কেনার ধুম পড়েছে। নতুন পায়জামা পাঞ্জাবির সাথে দরকার নতুন মপানানসই টুপি, বাহারি সুগন্ধের আতর লাগবেই। জায়নামাজটাও নতুন কিনলে মন্দ হয়না। আর তাই ঈদের সাজ ও প্রস্তুতিকে পরিপূর্ণ করতে ক্রেতারা এখন ভিড় জমাচ্ছেন আতর টুপি ও জায়নামাজের দোকান গুলোতে।

 

আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশে আতর ও টুপির দোকানগুলোতে ভিড়ের ঠেলায় যেন হাঁটারই উপায় নেই। বিক্রেতারা জানান, এ ভিড় ঈদের দিন সকাল পর্যন্ত থাকবে। ক্রেতারা নতুন টুপি ও আতরের সঙ্গে অনেকে কিনে নিচ্ছেন পছন্দ মতো জায়নামাজ ও সুরমা।

 

 

বিক্রেতা কুদরত বলেন , আকর্ষণীয় ডিজাইন আর নানা কারুকাজে সুসজ্জিত টুপি বেশি কিনছেন ক্রেতারা। জাভেদ নামের আরেক বিক্রেতা বলেন, আমাদের এখানে ৫০ টাকা থেকে শুকু করে হাজার টাকার উপরের দামের পর্যন্ত টুপি আছে। তবে ১০০-১৫০ টাকা দামের টুপি বেশি বিক্রি হচ্ছে।

ক্রেতারাও বিভিন্ন দোকান ঘুরে খুঁজছেন বাহারি ডিজাইনের বিভিন্ন সাইজের টুপি। টুপি কিনতে এসেছেন জাহিদ তার ছেলেকে নিয়ে। বলেন,বাবা,ছেলে একই টুপি পড়ব। আমার ছেলের বয়স ৮ বছর। এবার ঈদে আমার সাথে নামাজ পড়তে যাবে।

 

এদিকে যেন দম ফেলার সুযোগ নেই আতর বিক্রেতাদের । তাদের ব্যস্ততা চোখে পড়ার মত। বেশির ভাগ ক্ষেত্রেই এক দামে বিক্রি করা হচ্ছে। আতর কেনার ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যেই বেশি। তবে বিলাসীরা চার পাঁচ হাজার টাকা দামের আতরও কেনেন। দেশের তৈরি আতরের মধ্যে রয়েছে শাহী দরবার, আলিফ, মারজান, জেসমিন, রজনী, মদিনা ইত্যাদি। এসব আতরের দাম ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে। এ আতরগুলোই বেশি বিক্রি হচ্ছে।

এবার আসি জায়নামাজের কথায়। প্রত্যেক বাসায় জায়নামাজ থাকলেও ঈদে অবার সবাই নতুন করে কিনে। রাজধানীর বায়তুল মোকাররম সহ বিভিন্ন মার্কেটগুলোতে বিক্রি হচ্ছে দেশি বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের জায়নামাজ। এগুলোর দাম ২৫০ টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা পর্যন্ত।

মুসলিম উম্মাহর এ ঐতিহ্য তুলনাহীন। নতুন পায়জামা পাঞ্জাবির সাথে টুপি ,আতর মেখে , জায়নামাজ নিয়ে ঈদগাহে যাবে ধর্মপ্রাণ মুসল্লীরা। ঈদের এ নামাজের মধ্যে দিয়েই শুরু হয় ঈদ আনন্দের ।