আবার সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগৃহীত
গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগায় হেরেছিল বার্সেলোনা। কয়েক মাসের ব্যবধানে সেই হারের শোধ তারা নিলো সৌদি আরবের মাটিতে। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল পাল্টা গোলের ম্যাচ ৩-২ ব্যবধানে জিতেছে কাতালান জায়ান্টরা। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল জিতে ১৪ বছর পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখল বার্সেলোনা।
জেদ্দার কিং আব্দুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচ হয়েছে। পাঁচ গোলের চার গোলই হয়েছে প্রথমার্ধে, স্টপেজ টাইমেই তিনটি! শুরুর দিকে সমানে সমান লড়াই হয়েছে। ম্যাচের আধঘণ্টা পার হওয়ার পর বার্সা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সফল হয়। ৩৬তম মিনিটে রাফিনহা বক্সে ঢুকে নিচু শটে জাল কাঁপিয়ে তার দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে রিয়াল গোল শোধ দেয়। হাফওয়ে লাইনের কাছে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে যান। তারপর দুই বার্সা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চমৎকার একক প্রচেষ্টায় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রথমার্ধের নাটকের তখনো বাকি ছিল। দুই মিনিট পর রবার্ট লেভানডোভস্কি পেনাল্টি এরিয়াতে জায়গা পেয়ে যান। তারপর চিপ করে বার্সেলোনাকে ফের এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার। রিয়াল কর্নার পায়, রাফিনহা গোললাইন থেকে বল বিপদমুক্ত করতে চাইলেও পারেননি। ফিরতি শট নেন গনসালো গার্সিয়া। বল বার ও পোস্টে আঘাত করে লাইন অতিক্রম করে। তাতে বিরতির আগে আবার দুই দল সমতা ফেরায়।
২-২ এ সমতায় থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বার্সা-রিয়াল। ৭৩তম মিনিটে বক্সে ঢুকে শট নিতে গিয়ে পিছলে পড়েন রাফিনহা। তবুও তার শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে থিবো কোর্তোয়ার দিকে ছোটে, ভুল পা বাড়িয়ে বলকে থামাতে পারেননি তিনি। জালে জড়ায় বল। এর তিন মিনিট পর কিলিয়ান এমবাপে বদলি নামেন। হাঁটুর চোটে সেমিফাইনাল মিস করা ফরাসি ফরোয়ার্ড বাকি সময়ে সমতা ফেরাতে পারেননি।
ম্যাচ ঘড়ির কাঁটা ৯০ মিনিট পার হওয়ার পর মাঠে উত্তাপ ছড়ায়। এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়াং। ১০ জনের প্রতিপক্ষকে পেয়েও রিয়াল প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে চমক দেখাতে পারেনি। বার্সা কিপার জোয়ান গার্সিয়া শেষ দিকে আলভারো কারেরাস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে রুখে দেন। তাতে ১৬তম ট্রফি জিতল বার্সা।
গত বছরও রিয়ালকে হারিয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। ২০১১ সালের পর প্রথম দল হিসেবে এই ট্রফি ধরে রাখতে পারল তারা।
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের
- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- নতুন বছরে বাজারে এলো ৪ ডিভাইস
- আজ মেঘলা থাকবে রাজধানী ঢাকার আকাশ
- দেশের নারী ভোটার: ৬.২৮ কোটি, মোট ভোটারের অর্ধেক
- নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা
- আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
- ‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর’
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল
- ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল
- গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
- সারাদেশে প্রচারণার উৎসব
- ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
- একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
- শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস
- পোস্টাল ভোট কী, কারা দিতে পারবেন এবং যেভাবে আবেদন করবেন
- খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন











