ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৩:১৬:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

আবার সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগায় হেরেছিল বার্সেলোনা। কয়েক মাসের ব্যবধানে সেই হারের শোধ তারা নিলো সৌদি আরবের মাটিতে। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল পাল্টা গোলের ম্যাচ ৩-২ ব্যবধানে জিতেছে কাতালান জায়ান্টরা। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল জিতে ১৪ বছর পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখল বার্সেলোনা।

জেদ্দার কিং আব্দুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচ হয়েছে। পাঁচ গোলের চার গোলই হয়েছে প্রথমার্ধে, স্টপেজ টাইমেই তিনটি! শুরুর দিকে সমানে সমান লড়াই হয়েছে। ম্যাচের আধঘণ্টা পার হওয়ার পর বার্সা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সফল হয়। ৩৬তম মিনিটে রাফিনহা বক্সে ঢুকে নিচু শটে জাল কাঁপিয়ে তার দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে রিয়াল গোল শোধ দেয়। হাফওয়ে লাইনের কাছে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে যান। তারপর দুই বার্সা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চমৎকার একক প্রচেষ্টায় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধের নাটকের তখনো বাকি ছিল। দুই মিনিট পর রবার্ট লেভানডোভস্কি পেনাল্টি এরিয়াতে জায়গা পেয়ে যান। তারপর চিপ করে বার্সেলোনাকে ফের এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার। রিয়াল কর্নার পায়, রাফিনহা গোললাইন থেকে বল বিপদমুক্ত করতে চাইলেও পারেননি। ফিরতি শট নেন গনসালো গার্সিয়া। বল বার ও পোস্টে আঘাত করে লাইন অতিক্রম করে। তাতে বিরতির আগে আবার দুই দল সমতা ফেরায়।

২-২ এ সমতায় থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বার্সা-রিয়াল। ৭৩তম মিনিটে বক্সে ঢুকে শট নিতে গিয়ে পিছলে পড়েন রাফিনহা। তবুও তার শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে থিবো কোর্তোয়ার দিকে ছোটে, ভুল পা বাড়িয়ে বলকে থামাতে পারেননি তিনি। জালে জড়ায় বল। এর তিন মিনিট পর কিলিয়ান এমবাপে বদলি নামেন। হাঁটুর চোটে সেমিফাইনাল মিস করা ফরাসি ফরোয়ার্ড বাকি সময়ে সমতা ফেরাতে পারেননি।

ম্যাচ ঘড়ির কাঁটা ৯০ মিনিট পার হওয়ার পর মাঠে উত্তাপ ছড়ায়। এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়াং। ১০ জনের প্রতিপক্ষকে পেয়েও রিয়াল প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে চমক দেখাতে পারেনি। বার্সা কিপার জোয়ান গার্সিয়া শেষ দিকে আলভারো কারেরাস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে রুখে দেন। তাতে ১৬তম ট্রফি জিতল বার্সা।

গত বছরও রিয়ালকে হারিয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। ২০১১ সালের পর প্রথম দল হিসেবে এই ট্রফি ধরে রাখতে পারল তারা।