ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৯:২৯:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি শুভেন্দুর ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

এখনই কোর্টে ফেরা হচ্ছে না সানিয়ার

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

হাঁটুর চোটে গত বছর অক্টোবর থেকে কোর্টের বাইরে রয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা৷ চলতি মওশুমের অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়াতে হয়েছিল এই চোটের জন্যই৷ আশা করা গিয়েছিল ফরাসি ওপেনের আগেই চোট সারিয়ে পেশাদার সার্কিটে ফিরে আসতে পারবেন৷ তবে সেই সম্ভাবনাও ক্রমশ কমছে ৷ এক টেনিস প্রোগামে যোগ দিয়ে সানিয়া নিজেই জানালেন, আরও অন্তত দু’মাস সময় লাগবে তার চোট সারিয়ে কোর্টে ফিরতে৷

 

দু’মাস পরেও যে প্রতিযোগীতামূলক টেনিসে ফিরে আসতে পারবেন, তারও কোনও নিশ্চয়তা নেই৷ ছ’বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীর কথায় সেই ইঙ্গিত পাওয়া যায়৷ তিনি বলেন, ‘চোট সারতে আরও দু’মাস সময় লাগবে৷ অন্তত দু’মাস কোর্টের বাইরে থাকতেই হবে৷ অস্ত্রোপচার করলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠব, এমন কোনও নিশ্চয়তা নেই৷ বিষয়টা যন্ত্রণার সঙ্গে আপোশ করার৷ আমাকে সেটা করতেই হবে৷’

 

সানিয়া আরও জানান যে, চোট সারানোর প্রক্রিয়া মেনে নেওয়া গেলেও আবশ্যক বিশ্রামের প্রসঙ্গটাই বেশি হতাশার৷ সানিয়ার কথায়, ‘মানসিক দিকটার সঙ্গে মানিয়ে নেওয়া খুবই কঠিন৷ ঘরে বসে অস্ট্রেলিয়ান ওপেন দেখছি, অথচ আমি খেলছি না, এই বিষয়টাই হতাশার৷ আসলে বিশ্রাম নেওয়ার বাধ্যবাধকতা মেনে নেওয়া কঠিন৷ কেউ স্বেচ্ছায় অবসর নিলে প্রসঙ্গ আলাদা হতে পারে, তবে চোটের জন্য বাধ্য হয়ে খেলা থেকে দূরে থাকা কঠিন৷’