ঢাকা, বৃহস্পতিবার ১১, ডিসেম্বর ২০২৫ ২২:০০:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা ‘নির্বাচনে পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষ থাকতে হবে’ বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির মা-মেয়েকে হত্যার ‘কারণ জানাল` গৃহকর্মী আয়েশা

ওয়েস্টার্ন পোশাকে আগ্রহ টিনেজ মেয়েদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৫৬ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

ফ্যাশনের আধুনিকতার জন্যই ওয়েস্টার্ন পোশাক এখন জায়গা করে নিয়েছে সর্বত্র। তরুণী আর টিনেজরা ঈদকে সামনে রেখে নিজেকে পার্টি লুকে সাজাতেই এখন ঢুঁ মারছেন ওয়েস্টার্ন পোশাকের দোকানে।

 

এই ঈদে পশ্চিমা সাজ বা পোশাক, এককথায় নারীদের পোশাকে ওয়েস্টার্ন কালেকশন, দেশি পোশাকের পাশাপাশি সমানতালে নারীদের মন কেড়েছে। এখন বাংলাদেশে নারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়ও হয়ে উঠেছে ওয়েস্টার্ন কালেকশনের পোশাক। যে কোনো বয়সের নারীরা বিশেষ করে তরুণীরা ওয়েস্টার্ন কালেকশনের পোশাক পরতে খুবই পছন্দ করেন ও স্বাচ্ছন্দ্যবোধ করেন। ওয়েস্টার্ন পোশাকের ব্র্যা-ের মধ্যে রয়েছে এক্সটেসি, ক্যাটস আই, আলফোসি, ট্রেনজ, ইয়েলো, জেন্টাল পার্ক, ইনফিনিটি।

 

এছাড়াও পুরো রাজধানীতে ছড়িয়ে আছে অসংখ্য ফ্যাশন হাউস। ফ্যাশন করতে পছন্দ করে এমন টিনেজ আর তরুণীরা ঈদে ফিটিং টিউনিক টপস, শার্ট, প্যাণ্ট,গাউন স্টাইলিশ কুর্তা বেছে নিচ্ছেন। পার্টি পোশাক হিসেবে অনেকেই পছন্দ করেন ফ্যাশনেবল টপস বা কুর্তা। টপসের দৈর্ঘ্য আগের তুলনায় বেড়েছে। দেশীয় উপাদানের সাথে ওয়েস্টার্ন কাটও যুক্ত হয়েছে।

 

বেসরকারি ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী মিষ্টি। এসেছেন ওয়েস্টার্ন পোশাক কিনতে যমুনা ফিউচার পার্কে। তিনি সবসময় ওয়েস্টার্ন পোশাক পরতেই বেশি পছন্দ করেন। বলেন, সালোয়ার-কামিজের চেয়ে ওয়েস্টার্ন পোশাক পরতেই আমি পছন্দ করি। আর ওয়েস্টার্ন পোশাকে যেমন স্বস্তি পাওয়া যায়, তেমনি ফ্যাশনটাও ঠিকঠাক থাকে।

 

ইয়োলো থেকে টপস কিনেছেন প্রিয়াশা। বলেন,এখান থেকে টপস কিনলাম। দাম নিল ৩৫০০ টাকা। এখন একটা গাউন কিনব।

 

এসব ব্র্যান্ডের দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের জমকালো গাউন। এ গাউনগুলো ১০ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত। গুলশান থেকে এসেছেন অর্পিতা। গাউন দেখছেন বিভিন্ন শোরুমে। বলেন,আমার বাজেট ১৫ হাজার টাকা। দেখি এর মধ্যে পাওয়া যায় কিনা।

 

ফ্যাশন হাউস ক্যাটস আইয়ের শো রুম ব্যবস্থাপক নাজমুল হাসান বলেন, আজকালের মেয়েরা কালারফুল ওয়েস্টার্ন পোশাক পরতেই বেশি পছন্দ করে । টপস, শার্ট, কুর্তাই টিনেজরা, তরুণীরা বেশি কিনছে।

 

আবার এসব ব্র্যান্ডের দোকানের পাশপাপাশি ঢাকা কলেজ মার্কেটেও পাওয়া যাচ্ছে বিভিন্ন টপস, শার্ট, জিন্সের প্যাণ্ট, লেগিন্স, গাউন। এখানে কথা হল হেমার সাথে। বিভিন্ন দোকানে ঘুরছেন। বললেন, এখানে সব ধরনের কালেকশনই পাওয়া যায়। তবে একটু বেছে বেছে কিনতে হয়। আর সুলভ দামে পাওয়া যায়।

 

কুমকুমও এসেছেন বাসাবো থেকে টপস, শার্ট কিনবেন বলে। বলেন, এখানের সবচেয়ে বড় সুবিধে এখানে দরদাম করে কেনা যায়। বড় বড় ব্র্যান্ডের দোকানে তো একদাম লেখা থাকে, ফলে দামাদামির কোন সুযোগ থাকে না।