ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৭:১০:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ১৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ১৭ হাজার

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ১৭ হাজার

ভারতে প্রতিদিন নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া তথ্য অনুসারে, ভারতে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯২২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে যা সর্বাধিক।

এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন চার লাখ ৭৩ হাজার ১০৫ জন। মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুতে দেশের মোট আক্রান্তের প্রায় ৬০ শতাংশই।

করোনার থাবায় মৃত্যুর সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি। স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত ১৪ হাজার ৮৯৪ জনের মৃত্যু হল করোনার কারণে।

এর মধ্যে সাড়ে ছ’হাজারেরও বেশি মৃত্যু হয়েছে শুধু মহারাষ্ট্রেই। দিল্লিতেও বাড়তে বাড়তে সংখ্যাটা দু’হাজার তিনশোর পেরিয়েছে। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গেছে এক হাজার ৭৩৫ জন।

তামিলনাড়ু (৮৬৬), উত্তরপ্রদেশ (৫৯৬), পশ্চিমবঙ্গ (৫৯১), মধ্যপ্রদেশ (৫৩৪)-এও মৃত্যুর সংখ্যা যথেষ্ট উদ্বেগের। এ ছাড়া শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে রাজস্থান (৩৭৫), তেলঙ্গানা (২২৫), হরিয়ানা (১৮৮), কর্নাটক (১৬৪), অন্ধ্রপ্রদেশ (১২৪) ও পঞ্জাব (১১৩)-র মতো রাজ্যগুলি।