দিনাজপুরে ব্যাপক পরিসরে শিম চাষের লক্ষ্য
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ পিএম, ৪ মার্চ ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
চলতি রবি মৌসুমে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় জেলা কৃষি অধিদপ্তর ২৬ হাজার ২০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
অনুকূল আবহাওয়া ও সুষ্ঠু পরিবেশ থাকায় জেলায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে অতিরিক্ত সবজি চাষে ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে সবজি চাষ অর্জিত হয়েছে ।
রোববার বিকেলে সরজমিন দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে অর্জিত শিমের সবজি বাগানে মনোরম দৃশ্য লক্ষ্য করা গেছে। সাদা এবং বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলে প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে। রবি মৌসুমে গ্রামের সবজি ক্ষেতে এমন মনোরম দৃশ্যে ভরে উঠেছে দিনাজপুর বিভিন্ন উপজেলার গ্রামের মাঠ। সদর উপজেলার বিভিন্ন এলাকার শিম ক্ষেতগুলো ফুলে ফলে ভরে উঠেছে। ক্ষেতের সৌন্দর্য আবহমান গ্রাম বাংলার এক অন্যরকম দৃশ্যকে তুলে ধরছে।
সরজমিনে দেখা গেছে, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উলিপুর গ্রামের কৃষক সিরাজুল ইসলামের মাচায় উঠা শিমের সবুজ বাগান। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় এ অঞ্চলে বাণিজ্যিক ভাবে শিম চাষে ঝুঁকছেন কৃষকেরা।
কৃষক সিরাজুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, তিনি চলতি ও রবি মৌসুমে তার নিজস্ব ৩০ শতক জমিতে বাঁশের মাচা দিয়ে শিম চাষ করেছেন।দেশি জাতির শিম রবি মৌসুমীর শুরু কার্তিক মাসের শেষ থেকে তার শিমের মাচায় ফলন আসা শুরু করেছে। মৌসুমীর শুরুতে ১৫০ টাকা কেজি ধরে শিম বিক্রি করেছেন। এখনো বাজারে তার শিম ৩০ টাকা কেজি দরে পাইকারের কাছে বিক্রি হচ্ছে। সপ্তাহের শিমের মাচা থেকে দু মণ করে শিম বিক্রি করেন। মাসে তার ১০ থেকে ১২ হাজার টাকা শিম বিক্রি থেকে আসে। তার অর্জিত শিম শুধু দিনাজপুরে সীমাবদ্ধ নয়। পাইকেররা তার জমি থেকে শিম নিয়ে ট্রাকযোগে ঢাকায় পাটাচ্ছেন।
একই পদ্ধতিতে শিম চাষ করেছেন পাশের খানপুর গ্রামের আবু আলী, ফরহাদ হোসেন ও জাকির হোসেন। তাদের মতো এ এলাকার গ্রামগুলোতে অনেকেই শিম চাষি রয়েছে।
শিম চািষরা জানান, এখাকার শিম দেশের প্রত্যেকটি জেলায় চাহিদা রয়েছে। এ শিমের খেতে সুস্বাদু ও পুষ্টিকর। দেশী জাতির শিম গ্রাহকদের কাছে খুবই পছন্দনীয়। দিনাজপুরের শিমের নাম শুনলেই ক্রেতারা আগ্রহের সাথে ক্রয় করে।বাইরের পাইকারেরা এ জেলার শিম চাষিদের ক্ষেত টাটকা কিনে নিয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় প্রতিদিনের উঠানো শিম পাইকারেরা দেশের যেকোনো জেলার সরবরাহ করতে পারে।
দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ পরিচালক নুরুজ্জামান মিয়া জানান, চলতি রবি মৌসুমে জেলায় ২৬ হাজার ২০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১ হাজার ৩০০ হেক্টর জমিতে শিম চাষে ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে সবজি চাষ অর্জিত হয়েছে। এসব সবজির মধ্যে শিম একটি উল্লেখযোগ্য উৎপাদনশীল সবজি ।
তিনি বলেন, বিগত কয়েক বছরে জেলার সবগুলো উপজেলার প্রায় প্রত্যেকটি গ্রামে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে আগাম শীতকালীন সবজি শিম। এবারে বাম্পার শিমের ফলন ও বাম্পার দাম পেয়েছে শিম চাষিরা।
জেলার বিরল উপজেলার ফারাক্কা বাঁধ গ্রামের শিম চাষি নুরুল ইসলাম জানান, এবছর দেড় বিঘা জমিতে শিম চাষ করেছি। এতে জমি তৈরি, হালচাষ, রাসায়নিক সার, জৈব সার, কীটনাশক, মাচায় ও শ্রমিকের খরচসহ মোট ৫০ হাজার টাকা খরচ হয়েছে। তবে শিম বাগানে ফলন ভালো হয়েছে।শিমের ক্ষেত ফুলে ও ফলে এখনো ভরপুর।
জানা গেছে, শুরু থেকে এখন পর্যন্ত ভালো দামে শিম বিক্রি করেছি। শুরুর দিকে প্রতি কেজি শিম সপ্তাহ জুড়ে পাইকারি বাজারে ১২০-১৫০টাকা বিক্রি করেছি। কিন্তু বর্তমানে বাজারে পর্যাপ্ত শিম আসায় প্রতি কেজি শিমের দাম ৪০-৪৫ টাকায় বিক্রি করছি। এখন পর্যন্ত ২ লাখ টাকার শিম বিক্রি করেছি। আরও শিম রয়েছে বিক্রির জন্য।
তিনি বলেন, শিম বাগানে প্রতিনিয়ত কয়েক জন শ্রমিক কাজ করে। সপ্তাহে ৩ দিন ক্ষেত হতে শিম সংগ্রহ করে বাজার জাত বিক্রি করি। ৪-৫দিন পর কীটনাশক স্প্রে করতে হয়। কারণ মাঝে মধ্যে পোকার আক্রমণ দেখা যায়। শিম গাছের বয়স বাড়ার সাথে অধিকাংশ পাতা হলুদ হয়ে যায়। এর পরেও বাম্পার ফলন হয়েছে এবং দামও ভালো পাচ্ছি।
জেলার বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম জানান,উপজেলার বিভিন্ন এলাকা শিম চাষের জন্য বেশ সম্ভাবনাময়ী। এটা শীতকালীন সবজি হলেও এখন প্রায় সব মৌসুমেই চাষ হচ্ছে। এ উপজেলায় ১০ হেক্টর জমিতে আগাম শিমচাষ করছে চাষিরাা। কম খরচে অধিক লাভ হওয়ায় কৃষকরা শিম চাষে ঝুঁকছে। শিম চাষে রোগবালাই, পোকা আক্রমণে রক্ষায় বিভিন্ন ফাঁদ ব্যবহার এবং ভালো শিম উৎপাদনের জন্য কৃষকদের সব ধরণের সহযোগিতা ও পরামর্শ প্রদানে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের
- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- নতুন বছরে বাজারে এলো ৪ ডিভাইস
- আজ মেঘলা থাকবে রাজধানী ঢাকার আকাশ
- দেশের নারী ভোটার: ৬.২৮ কোটি, মোট ভোটারের অর্ধেক
- নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা
- আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
- ‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর’
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল
- ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল
- গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
- সারাদেশে প্রচারণার উৎসব
- ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
- একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
- শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস
- পোস্টাল ভোট কী, কারা দিতে পারবেন এবং যেভাবে আবেদন করবেন
- খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন


