কর্মচাঞ্চল্য ফিরেছে সুন্দরবনে, উচ্ছ্বাসে পর্যটক ও জেলেরা
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বনজীবী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবনের দুয়ার। সোমবার সকাল থেকে ভ্রমণপিপাসুরা সুন্দরবন ভ্রমণ করতে শুরু করেছেন।
একইসঙ্গে এতোদিন বেকার থাকা বনজীবীরাও নতুন উদ্যমে ফিরেছেন সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণে। এতে স্বস্তি ফিরেছে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের সুন্দরবননির্ভর মানুষের মধ্যে। তবে বনদস্যুদের ভয়ে আতঙ্কে আছেন তারা।
জানা যায়, জীববৈচিত্র রক্ষা ও মাছের প্রজনন বাড়াতে গত পহেলা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদীতে মাছ, কাঁকড়া ও মধু আহরণসহ পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাদক এই চারটি ফরেস্ট স্টেশনের আওতায় সুন্দরবনে প্রবেশের জন্য ২ হাজার ৯৭০টি বোর্ড লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) দেয়া হয়েছে।
সুন্দরবননির্ভর জেলে আব্দুর রহিম জানান, স্বস্তি ফেরার আগেই নতুন আতঙ্ক বনদস্যুদের উৎপাত। সম্প্রতি বনের মধ্যে দস্যুদের তৎপরতা বেড়েছে। এ নিয়ে বেশ দুশ্চিন্তা হচ্ছে।
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সোমবার থেকে উন্মুক্ত হলো সুন্দরবন। জুন, জুলাই ও আগস্ট মাসে প্রজনন মৌসুমে পর্যটক ও জেলেদের প্রবেশ বন্ধ থাকায় সজীব হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনটি। নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে বন উন্মুক্ত হওয়ায় দক্ষিণাঞ্চলের জেলে, বনজীবী ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে স্বস্তি।
তিন মাস পর নতুন রূপে ধরা দিয়েছে সুন্দরবন।
নিষেধাজ্ঞার সময়ে বিশ্রাম নিয়ে যেন নতুন সাজে সেজেছে সুন্দরবন। ঘন সবুজে ঢাকা গেওয়া, গোলপাতা, সুন্দরী ও কেওড়া গাছের সারি মনোমুগ্ধকর রূপে সাজিয়েছে বনটিকে। করমজল, হারবাড়িয়া, কটকা, দুবলা, কচিখালী, নীলকমল, কালাবগী ও শেখেরটেকসহ সব পর্যটন কেন্দ্র নতুনভাবে প্রস্তুত। নদীর জোয়ার-ভাটার খেলায় পানির রঙে আভা খেলে যায়, ভোরের কুয়াশায় ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকে রহস্যময় দৃশ্য।
ঝাঁকে ঝাঁকে চিত্রা হরিণের অবাধ বিচরণ, বনের ভেতর থেকে ভেসে আসা হুতুম পেঁচার ডাক, গাছের ডালে ডালে রঙিন পাখির কিচিরমিচির পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। ভাগ্য সুপ্রসন্ন হলে দেখা মিলতে পারে বিরল প্রজাতির রয়েল বেঙ্গল টাইগারেরও। পাশাপাশি গাঙচিল, মাছরাঙা, বক, কর্কশ ডাকের কাকাতুয়া থেকে শুরু করে বিভিন্ন পাখির সান্নিধ্যে জেগে ওঠে পুরো বন।
নিষেধাজ্ঞা শেষে পর্যটন মৌসুমকে সামনে রেখে নতুনভাবে সাজানো হয়েছে জাহাজ, লঞ্চ, ট্রলার ও স্পিডবোট। পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, এবার মৌসুমে দেশি-বিদেশি ভ্রমণকারীর সংখ্যা আরও বাড়বে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আলম ডেভিড বলেন, ‘আমরা পর্যটকদের স্বাগত জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। পরিবেশ রক্ষায় বন বিভাগের নির্দেশনা মেনে চলা হচ্ছে। ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নৌযানগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।’
নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে না পেরে কষ্টে ছিলেন জেলেরা। এখন তারা নতুন আশায় বনে ফিরতে প্রস্তুত।
খুলনার দাকোপের জেলে নুর ইসলাম বলেন, তিন মাস আয়-রোজগার একেবারেই বন্ধ ছিল। ঋণ করে সংসার চালাতে হয়েছে। এখন আবার নদীতে নামতে পারবো—এই স্বস্তিই বড়।
একইভাবে সাতক্ষীরার জেলে শিরাজুল গাজী বলেন, নৌকা আর জাল মেরামত করেছি। এবার মাছ পেলে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবো।
সুন্দরবন বন বিভাগের খুলনা রেঞ্জের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, তিন মাসের নিষেধাজ্ঞার কারণে বন ও জীববৈচিত্র্যে ইতিবাচক প্রভাব পড়েছে। হরিণ ও অন্যান্য প্রাণীর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে মাছ ও কাঁকড়ার প্রজননও সুরক্ষিত হয়েছে। পর্যটক ও জেলেদের প্রবেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিবেশ রক্ষা, বর্জ্য নিয়ন্ত্রণ ও জীবনরক্ষাকারী জ্যাকেট ব্যবহার নিশ্চিত করতে কড়াকড়ি আরোপ করা হবে।
প্রতিবছর প্রায় দুই লাখ দেশি-বিদেশি পর্যটক সুন্দরবনে ভ্রমণে আসেন। এ খাত থেকে বছরে চার কোটি টাকারও বেশি রাজস্ব আয় করে বন বিভাগ। পাশাপাশি মাছ, কাঁকড়া ও অন্যান্য বনজ সম্পদ আহরণের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের জীবিকা নির্ভর করে এই বনের ওপর।
পরিবেশবিদরা বলছেন, পর্যটন বাড়লেও পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। বনের ভেতর প্লাস্টিক ব্যবহার, শব্দ দূষণ, এবং নির্বিচারে কাঠ সংগ্রহ বন্ধ না হলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। তাই তারা সবাইকে দায়িত্বশীল ভ্রমণের আহ্বান জানিয়েছেন। নিষেধাজ্ঞা শেষে নতুন মৌসুমে সুন্দরবন খুলে দেয়ায় জেলে, বনজীবী ও পর্যটকদের জন্য সুযোগ সৃষ্টি হলেও প্রকৃতির এই অনন্য সম্পদ রক্ষায় সতর্কতা ও সচেতনতা সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সোমবার ১ সেপ্টেম্বর ভোর থেকে জেলে-বাওয়ালিরা পাস সংগ্রহ করে সুন্দরবনের ভেতর রওনা হয়েছেন। প্রায় ৮’শ পাস ইতোমধ্যে সংগ্রহ করেছেন তারা। এছাড়া সুন্দরবনের ভেতরে ট্যুরিস্টরা আগমন শুরু করেছেন।
সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরার রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক জানান, জেলে-বাওয়ালি ও পর্যাটকদের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বন বিভাগ যৌথভাবে টহল দেবে। তবে নিয়ম মেনে সবাইকে পাস নিয়ে বনে প্রবেশ করতে হবে।
সম্প্রতি বনদস্যুদের তৎপরতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তাদের কাছে কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি
- মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু
- নাসরিনের অধিনায়ক সানজিদা, সাবিনা-মাসুরারা অন্য ক্যাম্পে
- বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা
- হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা
- আজ মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে
- খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়
- আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা
- তলবের ১০ মিনিটেই হাজির জেডআই খান পান্না, চাইলেন নিঃশর্ত ক্ষমা
- ‘পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’
- পাকিস্তানের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ
- বাংলাদেশে পুশ-ইন করা নারী ও তার সন্তানকে ফিরিয়ে নেবে ভারত
- সোনালি শাড়িতে মোহময়ী অপু বিশ্বাস
- অবশেষে জামিন পেলেন ভারতীয় ৪ নাগরিক
- অবশেষে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলো পাকিস্তান
- ‘ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি’
- বাংলাদেশে পুশ-ইন করা নারী ও তার সন্তানকে ফিরিয়ে নেবে ভারত
- ৮ কুকুর ছানা হত্যার ঘটনায় মামলায় নিশি গ্রেপ্তার
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
- মারিয়ার গোলে সমতায় বাংলাদেশ
- সোনালি শাড়িতে মোহময়ী অপু বিশ্বাস
- ভারত সিরিজ হচ্ছে না, নারী বিসিএল শুরু ১৫ ডিসেম্বর
- খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার
- যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মাঝে ৫৪ দম্পতির গণবিয়ে
- শীতের যে ৫ সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
- পাকিস্তানের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ
- জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দাখিল
- খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য-চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক

