ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৯:৩৩:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

কাঁচপুরে ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৫ এএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় টানা ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে কাঁচপুরসহ আশপাশের এলাকায় গ্যাসের সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে এবং অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হারিপুর ভাউলত স্টেশন মডিফিকেশনসহ গ্যাস লাইনের উন্নয়ন ও সংযোগ স্থাপনের কাজ চলবে। এতে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে সাময়িকভাবে বঞ্চিত হবে।

তিতাস কর্তৃপক্ষ সব গ্রাহককে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেছে, গ্যাস সরবরাহ বন্ধের সময় এবং পুনরায় চালু হওয়ার আগে গ্যাসের চুলা ও সংযোগের সব ভালভ বন্ধ রাখতে হবে যাতে দুর্ঘটনা এড়ানো যায়।

তিতাস গ্যাস জানায়, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।