ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৭:৪৯:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কালিয়াকৈরের মৌচাকে বাস উল্টে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

কালিয়াকৈরের মৌচাকে বাস উল্টে মা-মেয়ের মৃত্যু

কালিয়াকৈরের মৌচাকে বাস উল্টে মা-মেয়ের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় আজমেরী গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন।

আজ রোববার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহতরা হলেন-কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা বেগম ও তাদের ৯ মাস বয়সী মেয়ে আরবী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, কালিয়াকৈর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী আজমেরী গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ওই বাসের যাত্রী ফাতেমা বেগম ও তার মেয়ে আরবী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।