ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ১৪:৪৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

কিংবদন্তি শিল্পী লিজ টেইলরের জন্মদিনে শুভেচ্ছা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

এলিজাবেথ টেইলর

এলিজাবেথ টেইলর

ডেম এলিজাবেথ রোজমন্ড টেইলর ডিবিই বা লিজ টেইলর একজন জগৎ বিখ্যাত ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী। হলিউডের কালজয়ী এই অভিনেত্রীর ৯০তম জন্মদিন (৮৯তম জন্মবার্ষিকী) আজ ২৭ ফেব্রুয়ারি। লিজ টেইলর তার অভিনয় প্রতিভা ও সৌন্দর্যের জন্য বিশেষভাবে বিখ্যাত। টেইলরকে হলিউডের স্বর্ণযুগের অন্যতম অভিনত্রী হিসেবে ধরা হয়। তাকে বলা হয়, ‘জীবনের থেকেও বড় তারকা’।

অ্যামেরিকান ফিল্ম ইনস্টিটিউট টেইলরকে তাদের নারী কিংবদন্তি তালিকায় সপ্তম স্থানে রেখেছে। মাত্র ১০ বছর বয়সে ‘দেয়ারস ওয়ান বর্ন এভরি মিনিট’ ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন টেলর। প্রথম জনপ্রিয়তা আসে ১৯৪৪ সালে—ন্যাশনাল ভেলভেট ছবিতে অভিনয় করে।

তবে টেলরের ক্যারিয়ারের মাইলফলক হয়ে আছে ‘ক্লিওপেট্রা’। যশ, খ্যাতি, অর্থ—এই ছবি তাকে দিয়েছিল সবকিছুই। এই ছবির জন্য তিনি ওই সময় ১০ লাখ মার্কিন ডলার পারিশ্রমিক নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন।

প্রাথমিক জীবন : টেইলরের জন্ম উত্তর-পশ্চিম লন্ডনের একটি অভিজাত এলাকায় - হ্যাম্পস্টেডে। তিনি ছিলেন তার বাবা ফ্রান্সিস লেন টেইলর (১৮৯৭-১৯৬৮) ও মা সারা ভায়োলা ওয়ার্মব্রডের (১৮৯৫-১৯৯৪) ছোট মেয়ে। টেইলরের বড় ভাই হাওয়ার্ড টেইলর জন্মগ্রহণ করেন ১৯২৯ সালে। তাদের আমেরিকান মা-বাবা যুক্তরাজ্যে এসেছিলেন যুক্তরাষ্ট্রের আরাকানস সিটি থেকে। তারা জন্মসূত্রে মার্কিনী হলেও বাস করতেন ইংল্যান্ডে।

টেইলরের বাবা পেশায় ছিলেন ছবির ডিলার। মা ছিলেন মঞ্চ অভিনেত্রী। মঞ্চে তার নাম ছিলো সারা সদার্ন।  ১৯২৬ সালে নিউইয়র্ক সিটিতে ফ্রান্সিস টেইলরের সাথে সারার বিয়ে হয়। তারপর থেকে সারা মঞ্চকে বিদায় জানান।

বিয়ে : টেইলর তার জীবনে সাতজন পুরুষকে মোট ৮ বার বিয়ে করেন। এদের মধ্যে বিখ্যাত হলিউড অভিনেতা রিচার্ড বার্টনকে দুই বার বিয়ে করেন।

অভিনিত সিনেমা : তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘আ প্লেস ইন দ্য সান’, ‘জায়ান্ট’, ‘সাডেনলি লাস্ট সামার’, ‘বাটারফিল্ড ৮’, ‘দ্য ভিসিপিস’, ‘হুজ অ্যাফ্রেড অব দ্য ভার্জিনিয়া উলফস’ উল্লেখযোগ্য। তবে বড় পর্দায় তিনি অমরত্ব পেয়েছেন ‘ক্লিওপেট্রা’ হয়ে।  

মৃত্যু : লিজ টেলর কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। ২০০৪ সালে ঘোষণা করা হয়, তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। ২০০৯ সালে কার্ডিয়াক সার্জারীর মাধ্যমে তার দেহে ভাল্ব প্রতিস্থাপন করা হয়। ২০১১ সালের ফেব্রুয়ারিতে তার হার্টের সমস্যার উন্নত চিকিৎসার জন্য ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের সিডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এর কিছু দিন পর ২৩ মার্চ ওই হাসপাতালে টেলর ৭৯ বছর বয়সে প্রয়াত হন। চার সন্তানের মা তিনি।