ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২২:৫৯:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

কোটিপতি পায়রা, সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৭ এএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হাজারপতি, লাখপতি, কোটিপতি তো শুনেছেন, কিন্তু এই সবই কিন্তু মানুষের কথা শুনেছেন। কখনও কি শুনেছেন পায়রা কোটি টাকার সম্পত্তির মালিক! কি, অবিশ্বাস্য লাগছে তো? লাগলেও এটাই সত্যি। কৌতূহল জাগছে তো? আসুন তবে এদের নিয়ে বিস্তারিত জেনে নিই।
 
লাখপতি এই পায়রাদের বাস রাজস্থানের ছোট শহর জাসনগরে। লাখ টাকার সম্পত্তির সাথে সাথে পায়রাদের প্রতি মাসে বিপুল অঙ্কের টাকা আয় হয়। পায়রাদের সম্পত্তির মোট পরিমাণ প্রায় কোটি টাকার সমান। যে স্থানের কথা বলছি ওই স্থানে পায়রাদের নামে ২৭ টি দোকান রয়েছে। সাথে ১২৬ বিঘা জমির মালিকানা রয়েছে। আবার ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ প্রায় ৩০ লাখ।
 
এতো বিপুল পরিমাণ সম্পত্তির মালিক এক একজন পায়রা! এই পর্যন্ত শুনেই নিশ্চয়ই চোখ কপালে উঠবে অনেকের। কিন্তু এখনও শেষ হয়নি। ১০ বিঘা জমির ওপর তৈরি ৪০০টি গোশালা রয়েছে এই পায়রাদের নামে। দোকানগুলি থেকে প্রতি মাসে প্রায় ৮০ হাজার টাকা আসে।

এছাড়াও দোকানগুলি ভাড়া দিয়ে পায়রাদের আয় হয়ে থাকে প্রায় লক্ষ লক্ষ টাকা। তবে সেই টাকার কিছু অংশ পায়রাদের দেখাশোনার কাজে ব্যবহৃত হয়ে থাকে। বাকি টাকা ‘কবুতরণ ট্রাস্টের’ নামে ব্যাংকে গচ্ছিত রাখা হয়। হিন্দিতে ‘কবুতর’ যার বাংলা অর্থ ‘পায়রা।’ তার থেকে এই ট্রাস্টের এমন নামকরণ।

জানা গেছে, বহু দশক আগে একজন শিল্পপতি পায়রাদের রক্ষনাবেক্ষনের জন্য এই ট্রাস্ট গঠন করেছিলেন। তবে তিনি একা নন ওই এলাকার প্রাক্তন সরপঞ্চ রামদীন চৌটিয়া ও তার গুরু মুরুধর কেশরী এই ট্রাস্ট গঠনে তাকে সাহায্য করেছিলেন। অসহায় পায়রাগুলির খাবার এবং পানি যোগানের কথা ভেবেই এই ট্রাস্ট করা। যার বর্তমানে এত পরিমাণ শ্রীবৃদ্ধি ঘটেছে।