ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১২:৪৫:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন রিতু আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে হিটস্ট্রোকে একদিনে ১৭ মৃত্যুর রেকর্ড ঢাকাসহ ৫ জেলার স্কুল-কলেজ বন্ধ আজ, প্রাথমিক খোলা বিপজ্জনক দাবদাহ থেকে নিজেকে রক্ষা করবেন যেভাবে ফিলিপিন্সে সরকারি স্কুলে সশরীরে পাঠদান স্থগিত

গাউছিয়া-চাঁদনীচকে কেনাবেচা শুরু, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় গতকাল শনিবার (১৫ এপ্রিল) বন্ধ ছিল এ এলাকার বিপণিবিতানগুলো। সেইসঙ্গে বন্ধ ছিল এলাকার যান চলাচল।

রোববার (১৬ এপ্রিল) সকাল থেকে যান চলাচল স্বাভাবিক। বিপণিবিতানগুলো খুলতে শুরু করেছে। ইতোমধ্যে খুলে গেছে গাউছিয়া ও চাঁদনীচক মার্কেট। আশপাশের বিপণিবিতানগুলোও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে ফুটপাতের দোকানগুলো বসে গেছে।

সকালে দেখা যায়, গতকাল বন্ধ থাকা বিপণিবিতানগুলো খুলতে সকাল থেকেই দোকানকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। সকাল ৯টার পর থেকে ক্রেতারা আসতে শুরু করে। অনেক ক্রেতা আগেভাগে চলে এসেছেন, যাতে অতিরিক্ত গরমের মধ্যে দ্রুত কেনাকাটা শেষ করে বাসায় ফেরা যায়।

ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, আমাদের মার্কেটের বিদ্যুতের সংযোগ ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে। ব্যবসায়ীরা ইতিমধ্যে গোছগাছ শুরু করেছেন। ক্রেতাদের নির্বিঘ্নে কেনাকাটা করার পরিবেশ নিশ্চিত করতে সাধ্যমতো ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

একই সঙ্গে নুরজাহান মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, নেহার ভবন শপিং সেন্টার, গ্লোব সুপার মার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, নূর ম্যানশন শপিং সেন্টার, ইসমাইল ম্যানশন মার্কেট, সুবাস্তু অ্যারোমা সেন্টার শপিং মল, ইস্টার্ন মল্লিকা ও চন্দ্রিমা মার্কেটের মতো এ এলাকার যে ৪২টি বিপণিবিতান গতকাল বন্ধ ছিল, সেগুলো আজ খুলে যাবে বলে জানা গেছে।

তবে আগুন লাগা নিউ সুপার মার্কেট আজও বন্ধ থাকবে। তবে এ মার্কেটও দ্রুত চালু করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।

চাঁদনীচক মার্কেটের বিক্রেতারা বলেন, দোকান খোলা হয়েছে। গতকাল বন্ধ থাকায় আজ ক্রেতাদের চাপ একটু বেশি থাকবে বলে আশা করছি। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।

এদিকে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হওয়ায় রাস্তার পাশে পণ্যের পসরা সাজাতে শুরু করেছেন হকাররা। হকার ব্যবসায়ীরা বলছেন, সকাল নয়টা থেকে বসে গেছি। গতকাল কেনাবেচা করতে পারিনি। আজ ভালো বেচাবিক্রির আশা। ঈদের সময় একটা দিন লোকসান মানে বড় অঙ্কের ক্ষতি।