ঢাকা, বৃহস্পতিবার ১১, ডিসেম্বর ২০২৫ ২২:০০:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা ‘নির্বাচনে পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষ থাকতে হবে’ বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির মা-মেয়েকে হত্যার ‘কারণ জানাল` গৃহকর্মী আয়েশা

গৃহস্থালী পণ্য কিনতে ব্যস্ত গৃহিণীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৪৯ পিএম, ৪ জুন ২০১৮ সোমবার

ঈদ আসলেই ব্যস্ততা বাড়ে গৃহিণীদের। কদর বাড়ে গৃহস্থালী পণ্য বা হোম এ্যাপ্লায়েন্সের। ঘরের কাজ সহজ করতে বাজারে রয়েছে গৃহস্থালী পণ্য। ঈদ উপলক্ষে বিভিন্ন কোম্পানী বাজারে ছেড়েছে নতুন নতুন মডেলের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল হোম এ্যাপ্লায়েন্সের। এসব পণ্য বিক্রিও হচ্ছে আশাতীত।

 

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) ও জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অনুসারে নিজস্ব কারখানায় বেশকিছু হোম এ্যাপ্লায়েন্সের তৈরি করছে ওয়ালটন। উচ্চমানের এসব পণ্যের দামও ক্রেতাদের হাতের নাগালে। ফলে দিন দিন বাড়ছে এসব পণ্যের চাহিদা ও বিক্রি। এছাড়াও অন্যান্য কোম্পানীর হোম এ্যাপ্লায়েন্সের এখন বেশ কদর। এছাড়াও ফার্নিচারের দোকানেও লেগেছে ক্রেতার আনাগোনা।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ব্লেন্ডার। মানভেদে দামও ভিন্ন। প্যানাসনিক ব্র্যান্ডের ব্লেন্ডারের দাম পড়ছে ৩৮০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। শার্প ব্র্যান্ডের ব্লেন্ডার পাওয়া যাচ্ছে ৩২০০ থেকে ৪০০০ টাকা। ওয়ালটনে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ব্লেন্ডার,দাম পড়ছে ১৮০০ থেকে ৩৫০০ টাকা , ফিলিপস ব্র্যান্ডের ব্লেন্ডার ৩ সেট সহ পাওয়া যাচ্ছে ৬৮০০ থেকে ৮০০০ টাকার মধ্যে সিঙ্গার, মিয়াকো ব্র্যান্ডের ব্লেন্ডার দাম পড়ছে ৪১০০ থেকে ৫০০০ টাকা। সাভারের সিঙ্গারের শোরুম থেকে ব্লেন্ডার কিনলেন ভাবনা। বলেন, এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার। গরমে যে কোন শরবত বানাতে এর জুড়ি নেই।

 

ওয়ালটনের আছে আলাদা মডেলের টোস্টার। দাম ১৫৫০ ও ২০০০ টাকা। মুলিনেক্সে আছে কয়েকটি মডেলের টোস্টার। দাম ৩০০০ টাকা ও এর বেশি। সিবেক ও টেফালের টোস্টার পাবেন ১৪০০ টাকা ও ২২০০ টাকায়। বেস্ট ইলেকট্রনিকসে কনিয়ন ব্র্যান্ডের টোস্টার পাবেন হাজার টাকায়। সিঙ্গারের ২০ লিটার ও ৩০ লিটারের মাইক্রোওয়েভ ওভেন পাবেন ৬৮৯০ টাকা ও ১২৯০০ টাকায়। ফ্যামিলি নিডসে এলজি মাইক্রোওয়েভ ওভেন পাবেন ১৬০৯৫ টাকায়। প্যানাসনিকের ২৫ লিটার ওভেন পাবেন ১১২০০ টাকায়। স্যামসাংয়ের ৩৮ লিটার ওভেন পাবেন ৮৯০০ টাকায়। উল্লেখ্য, একই প্রতিষ্ঠানের একই ওজনের ভিন্ন মডেলের পণ্যের দাম ভিন্ন হয়।

 

প্যানাসনিকের আয়রন পাবেন ১৩০০ থেকে ২৯৫০ টাকায়। সিঙ্গারের স্টিম আয়রন আছে ১৩০০ ও ১৫০০ টাকার। সিবেকের হেভি ড্রাই আয়রনের দাম ১০১৫ টাকা এবং ড্রাই আয়রন ৬৯০ টাকা। ওয়ালটনের আয়রন পাবেন ৭৮০ টাকা থেকে ১৩৯০ টাকায়। সিঙ্গারের গ্যাস বার্নার আছে ৪০০০ ও ৪৫০০ টাকার। ফ্যামিলি নিডসে কনিয়ন গ্যাস বার্নার পাওয়া যাচ্ছে ৩১৭০ টাকায়। ওয়ালটনের সিঙ্গেল গ্যাস স্টোভ বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়। বিক্রয় ডট কমে ব্র্যান্ড নিউ আরএফএল গ্যাস স্টোভ পাওয়া যায় সাড়ে তিন হাজার টাকা ও বিভিন্ন দামে। ওয়ালটনের সিঙ্গেল গ্যাস স্টোভ কিনেছেন মারিয়া।

 

তিনি বলেন, গ্যাসের যে অবস্থা তাই কিনে রাখলাম। বিপদে কাজে লাগবে।

 

বর্তমানে শহরের পানির অবস্থা যেরকম ঈদে অনেকেই ওয়াটার পিউরিফায়ার কিনছেন। সিঙ্গারের গো বোটল পিউরিফায়ারের দাম ১০০০ টাকা আর লাইফস্ট্র হোম ইউনিটের দাম ৩৫০০ টাকা। ফ্যামিলি নিডসে সিবেক ব্র্যান্ডের একটি মডেলের দাম ১৬৭০ টাকা। ওয়ালটনের ওয়াটার ডিসপেনসারের দাম প্রায় ৬০০০ টাকা। পিউরইট আলটিমা ফ্যামিলি নিডসে পাওয়া যায় ২০০০০ টাকায়।

 

ওয়ালটনে ২১০০ টাকা দামের রাইস কুকার আছে। রাইস কুকার আড়াই হাজার টাকা দামেরও আছে। ফ্যামিলি নিডসে ১.৮ লিটার মাপের এলজি রাইস কুকার পাবেন ২৭৯৫ টাকায়। তোশিবা রাইস কুকার ৪৯০০ টাকা। বেস্ট ইলেকট্রনিকসে কনিয়ন রাইস কুকার পাওয়া যায় ২০০০ থেকে ৩০০০ টাকায়। বাসায় গ্যাসের সমস্যা থাকায় অনেকে রাইস কুকার কিনে রাখছেন। তাছাড়া রাইস কুকারে ভাত তাড়াতাড়ি সিদ্ধ হয়।



এবার আসি ফার্নিচারের কড়চায়। ঈদে অনেক গৃহিণী আবার ঢুঁ মারছেন ফার্নিচারের দোকানে। বনিবনা হলে কিনে নিচ্ছেন নিজের পছন্দের ফার্নিচার।



মূলত ওক কাঠের আসবাব বিক্রি করে হাতিল। রোজা ও ঈদ উপলক্ষে বিভিন্ন আসবাবে এবারও হাতিলের ছাড় রয়েছে। হাতিলের বেডের দাম শুরু ৩২০০০ হাজার থেকে । পাবেন ৫৮ হাজার ২০০ টাকার বেডও। দুই পার্টের আলমিরা পাবেন ৩৫ হাজার ৪৮ হাজার টাকার মধ্যে। ছয়টি চেয়ারসহ একটি ডাইনিং টেবিলের দাম ৩৬ হাজার ৫০০ থেকে এক লাখ দুই হাজার টাকা। ডিনার ওয়াগন পাচ্ছেন ৩৬ হাজার টাকায়। সর্বোচ্চ মূল্য ৬১ হাজার টাকা। সোফাসেট পাচ্ছেন ৪৯ হাজার ৩০০ থেকে এক লাখ ৩০ হাজার টাকার মধ্যে। ছয় হাজার টাকার ড্রেসিং টেবিলও পাবেন। পাবেন ৩৮ হাজার ৮০০ টাকারও।

 

অটবির বেড পাবেন কাঠ ও বোর্ডের। কাঠের বেডের দাম ৩২ হাজার থেকে শুরু করে এক লাখ ৬৫ হাজার টাকা। দুই পার্টের কাঠের আলমিরা পাবেন ৩৮ হাজার থেকে এক লাখ ৬৯ হাজার টাকার মধ্যে। সোফাসেট ৬০ হাজার থেকে দুই লাখ ২০ হাজার টাকার মধ্যে। ড্রেসিং টেবিল পাবেন ১৪ হাজার ৫০০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে। ঘর সাজানোর বিভিন্ন এন্টিক পণ্যও এখানে পাওয়া যাচ্ছে।

 

মীরপুরের অটবির শো রুমে এসেছেন মিথিলা আর যুথি, সঙ্গে তাদের মা শেলী খানম। বেছে বেছে সোফাসেট কিনলেন তারা। দাম ৮৫ হাজার টাকা। শেলী খানম বলেন, ঈদ উপলক্ষ্যে প্রতিবারই একটা না একটা ফার্নিচার কিনি। এবার সোফসেট কিনলাম।

 

ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের ফার্নিচারের ওপর দাম কমিয়েছে পারটেক্স। পারটেক্সে পাওয়া যাচ্ছে কাঠ এবং বোর্ডের বেড। কাঠের বেড পাবেন ১৫ হাজার থেকে শুরু করে এক লাখ ৩০ হাজার টাকার মধ্যে। আর বোর্ডের বেড পাবেন সাত হাজার থেকে ২২ হাজার টাকার মধ্যে। দুই পার্টের আলমিরা পাবেন কাঠের, বোর্ডের ও স্টিলের। কাঠের আলমিরা পাবেন ৩০ হাজার থেকে ৯০ হাজার টাকার মধ্যে। তিন পার্টের আলমিরা পাবেন কাঠের ও বোর্ডের। পারটেক্সে কাঠের ডিনার ওয়াগন পাবেন ৩০ হাজার টাকা থেকে এক লাখ ৫০ হাজার টাকায়। সোফাসেট পাবেন ৪০ হাজার থেকে শুরু করে দুই লাখ টাকার মধ্যে। কাঠের ড্রেসিং টেবিল পাবেন ১৩ হাজার থেকে ৬০ হাজার টাকায়। পারটেক্সে আরো পাওয়া যাচ্ছে অফিস ফার্নিচার, হসপিটাল ফার্নিচার ও কিডস ফার্নিচার।

 

কল্যানপুর পারটেক্সেও শোরুমে এসেছেন আতিকা তার বাচ্চাকে নিয়ে। বাচ্চার জন্য একটা কিডস টেবিল কিনবেন। ঈদ উপলক্ষ্যে জামার পাশাপাশি ছেলেকে আলাদাভাবে গিফট দিবেন আতিকা।



আখতারের বেড হয়ে থাকে কাঠ ও প্লাই বোর্ডের মিশ্রণে। সর্বনিম্ন দাম ২৩ হাজার টাকা। আছে এক লাখ ৬০ হাজার টাকার বেডও। দুই পার্টের আলমিরার সর্বনিম্ন দাম ৫৭ হাজার ৯০০ টাকা। ছয় চেয়ারের ডাইনিং টেবিল পাবেন ৭০ হাজার টাকায়। সোফাসেট পাবেন সর্বনিম্ন ৫৯ হাজার ৮০০ টাকায়। ডিনার ওয়াগন পাবেন সর্বনিম্ন ৪৫ হাজার টাকায়। ড্রেসিং টেবিল পাওয়া যাচ্ছে ১৪ হাজার টাকা থেকে। ডিভানের দাম শুরু হয়েছে ১৮ হাজার ৯০০ টাকা থেকে।