ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ১৩:২৭:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

ছাদ থেকে পড়ে যাওয়ার আগে চিরকুটে যা লিখেছেন ঢাবি ছাত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ এএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের নিচ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী জায়না হাবিব প্রাপ্তির (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ওই ভবনের ছাদে তল্লাশি চালিয়ে একটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধার করেছে আদাবর থানা পুলিশ। জায়না বিশ্ববিদ্যালয়টির ২০১৯-২০ সেশনের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বুধবার (১ জুন) জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের ১৬ তলার ছাদ থেকে পড়েন বলে জানা গেছে। তিনি ওই ভবনের ১০২ নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদরের ভালিয়ালে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রাপ্তি তার জীবনের ব্যর্থতাকে দায়ী করে ‘আত্মহত্যা’ করেছেন। তবে চিরকুটটি তার লেখা কি না সেটি তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশের সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় ছাদ থেকে একটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধার করা হয়েছে। ওই চিরকুটে তার জীবনের দীর্ঘ হতাশার কথা উল্লেখ করেছেন।

উদ্ধার হওয়া ওই চিরকুটে (সুইসাইড নোট) প্রাপ্তি লিখেছেন- ‘আমার জীবন একটা ব্যর্থ জীবন। না পারলাম বাবা-মাকে খুশি করতে না পারলাম অন্য কাউকে খুশি করতে। একটা ঘটনা জানার পরও যখন কেউ চুপ করে থাকে তখন সত্যিই- সবকিছু অর্থহীন মনে হয়। আমি গেলে কিছু আসবে যাবে না, আমি জানি। Because every person is replaceable. আমরা কাদেরকে ভালোবাসি তারা সেটা জানে। কে বেশি কষ্ট পাবে সেটাও জানি। But nothing makes sense anymore. The pain helps increasing. Now tell me how much a person can take.

Prapti.

June 1, 2022’

এদিকে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছে, ওই ছাত্রী ভবনের দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন। বিকেলে ছাদে উঠে প্রায় এক ঘণ্টা ছিলেন। এরপর ভেতর থেকে দরজা আটকিয়ে দেন। পরে ভবনের নিরাপত্তাকর্মী ছাদে তালা দিতে গেলে মেয়েটি ভেতর থেকে তাকে চলে যেতে বলেন। এরপর নিরাপত্তাকর্মী চলে যান।