ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
পবিত্র মাহে রমজানের ১৫তম দিন আজ। ঈদের আরো ১৫ দিন বাকি থাকলেও মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়।
আজকের ছুটির দিনে (শুক্রবার) রাজধানীর প্রতিটি মার্কেটেই ক্রেতার উপস্থিতি ছিল দেখার মতো। পবিত্র জুমার নামাজের পর থেকে নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া, এলিফ্যান্ট রোড ও হকার্স মার্কেটের সামনের ফুটপাথ থেকে শুরু করে মূল দোকানের ভেতরে কোথাও যেন পা ফেলার জায়গা নেই। সবখানেই মানুষ আর মানুষ। তবে ইফতারের পর ক্রেতাদের ভিড় আরো বাড়বে বলে মনে করছেন দোকান মালিকরা।
সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর নিউমার্কেট ও চাঁদনী চক মার্কেটে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে সকাল থেকেই ক্রেতা ছিল। তবে দুপুরের পর থেকে ক্রেতার উপস্থিতি আরো বাড়তে থাকে। ক্রেতা আসছে, থরে থরে সাজানো বাহারি সব ড্রেস দেখছে, কিনছে। সবার হাতে ব্যাগ আর ব্যাগ। পছন্দের পোশাক কিনতে দেখা যায় তাদের।
চাঁদনী চকে ঈদের বাজার করতে আসেন রবিউল ইসলাম ও হোসনে আরা। তারা দুইজন স্বামী-স্ত্রী। তারা জানান, ঈদের জন্য নতুন পোশাক কিনতে আজকে এসেছেন। চাকরি করেন তাই ছুটির দিনটিকে মার্কেটের জন্য বেছে নিয়েছেন তারা। রবিউল ইসলাম বলেন, ঈদের তো আর বেশি দিন বাকি নেই। আমরা চাকরি করি সময়ও পাই না। অনেক আগে থেকেই আমরা পরিকল্পনা করে রেখেছি আজকে মার্কেটে আসব। জুমার নামাজের পর এসেছি। এখন ঘুরে ঘুরে দেখছি। পাঞ্জাবি আগে দেখব। এবারের ঈদে নতুন কি পোশাক ক্রয় করা হবে- এমন প্রশ্নের জবাবে হোসনে আরা বলেন, আমি অনলাইনে শাড়ি কিনেছি। এখন চুড়ি আর জুতা কেনার পরিকল্পনা আছে।
নুরজাহান মার্কেটে ঘুরে দেখা যায়, নিজ ও প্রিয়জনের জন্য ঈদের কেনাকাটা করছেন অনেকে। শেষ দিকে ভিড় বাড়ার আশঙ্কায় আগেভাগেই বেছে নিচ্ছেন পছন্দের পোশাক। বড়দের পাশাপাশি শিশু কিশোরের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ছুটির দিনে বাবা মায়ের হাত ধরে শিশুরা এসেছে পছন্দের পাঞ্জাবি, জামা ও জুতা কিনতে। ক্রেতা আসলামুল হক জানান, বন্ধের দিন হওয়ায় পরিবারের সবাইকে নিয়ে মার্কেটে আসার সুযোগ পেয়েছি। আর এখন তুলনামূলক ভিড় কম থাকবে, সেটা ভেবে এসেছিলাম। এসে দেখি ভিড় অনেক।
দোকানদার সফিকুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, ভালো বেচাকেনা হচ্ছে। ক্রেতাদের রোজার শেষের দিকে সবসময় মার্কেট করতে দেখা যায়। কিন্তু এবার ভিন্ন মনে হচ্ছে। মাসের শুরুতেই কেনা কাটার মনোযোগ দেখতেছি। গত দুই-তিনটা ঈদেতো ভালো ব্যবসা করতে পেরেছি। আশা করছি, এবারো ভালো কিছু হবে।
দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার রমজান শুরু হলো শুক্রবার দিয়ে, আজকে রমজানের তৃতীয় শুক্রবার। প্রতি রমজানে সাধারণত ২০ রোজার পর থেকেই ঈদের কেনাকাটা পুরোদমে শুরু হয়। কিন্তু এবার আগে থেকেই শুরু হয়েছে। এখন থেকে দিন যত যাবে, ভিড় তত বাড়তে থাকবে। ঈদের আগমুহূর্তে কেনাকাটা করতে গেলে নানা ভোগান্তি পোহাতে হয় বলে অনেকে এখনই কেনাকাটা সেরে ফেলছে। তারা আরো বলেন, এবারের রমজান শুরু হয়েছে গত মাসের (মার্চ) শেষের দিকে। এবারের ঈদও হবে এপ্রিল মাসের শেষের দিকে। তাই মার্চ মাসের বেতন দিয়ে যেহেতু ঈদ করতে হবে, সেজন্য অনেকেই আগে কেনাকাটা করছেন।
এদিকে এলিফ্যান্ট রোডের পাঞ্জাবি দোকানগুলোতে ভিড় দেখা যায়। সেখানে বাহারি ডিজাইনের পাঞ্জাবি পছন্দ করছেন ক্রেতারা। কেউ নামীদামী ব্র্যান্ড, আবার কেউ পাঞ্জাবি দোকান থেকে পছন্দের পাঞ্জাবি কিনতে দেখা যায়। ১ হাজার থেকে ৫ হাজার টাকার পাঞ্জাবির দিকেই অনেকের মনোযোগ। তবে ২ হাজারের নিচের ক্রেতাই বেশি বলে জানান বিক্রেতারা।
- হঠাৎ নো মেকআপ লুকে জয়া আহসান!
- হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার
- কেরানীগঞ্জে ভবনে আগুন
- ব্যাচেলর পয়েন্টে যে চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে প্রকাশ্য হুমকি
- লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
- এমিনেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা
- ‘ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না’
- পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ
- ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান
- হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার
- মেট্রোরেল চলাচল শুরু
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা
- ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয়
- মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
- ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
- আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড
- পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
- ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- ৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
- গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান
- সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা

