ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ০:১৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৮ এএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের নারী একক ইভেন্টে দারুণ ছন্দে আছেন আরিনা সাবালেঙ্কা। কানাডিয়ান টেনিস তারকা ভিক্টোরিয়া এমবোকোকে ৬-১ ও ৭-৬ (৭-১) গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন তিনি। আর এই জয়ের দিনে এক অনন্য রেকর্ডও গড়েছেন বেলারুশিয়ান তারকা। তিনি পেছনে ফেলেছেন নোভাক জোকোভিচকে।

ভিক্টোরিয়া এমবোকোর বিপক্ষে দ্বিতীয় সেটে টাইব্রেকে জেতেন সাবালেঙ্কা। তাতেই টানা ২০টি টাইব্রেক জয়ের নজির গড়েছেন তিনি। তাতেই পেছনে পড়েছেন সার্বিয়ান কিংবদন্তি টেনিস তারকা জোকোভিচ।

রড লেভার অ্যারেনায় প্রথম সেটে একচেটিয়া আধিপত্য দেখান বেলারুশিয়ান তারকা। দ্বিতীয় সেটে ৪-১ ব্যবধানে এগিয়েও চাপের মুখে পড়েন। তবে টাইব্রেকে আবারও নিজের শক্তির জায়গায় ফিরেই ম্যাচ শেষ করেন।

২০২৩ ও ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা এবারের আসরে এখনও কোনো সেট হারাননি। টানা ১৩টি গ্র্যান্ড স্ল্যামে অন্তত কোয়ার্টার ফাইনালে ওঠার কীর্তিও গড়েছেন তিনি।

শেষ আটে সাবালেঙ্কার প্রতিপক্ষ ১৮ বছর বয়সী উদীয়মান তারকা ইভা জোভিচ। কাজাখস্তানের ইউলিয়া পুতিনৎসেভাকে মাত্র ৫৩ মিনিটে ৬-০, ৬-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন জোভিচ।

অন্য কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইউক্রেনের এলিনা স্বিতোলিনা। রাশিয়ার মিরা আন্দ্রেভাকে ৬-২, ৬-৪ গেমে হারান তিনি। টানা নবম ম্যাচ জিতে ২০২৬ সালে দুর্দান্ত ছন্দে আছেন স্বিতোলিনা।

এদিকে কোকো গফও উঠেছেন শেষ আটে। ক্যারোলিনা মুখোভাকে ৬-১, ৩-৬ ও ৬-৩ গেমে হারিয়ে টানা তৃতীয়বারের মতো মেলবোর্নে কোয়ার্টার ফাইনাল খেলবেন তিনি।