ঢাকা, বৃহস্পতিবার ১৮, এপ্রিল ২০২৪ ৯:৩৯:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় সুচি কৃষকরাই অর্থনীতির মূল শক্তি: স্পিকার মধ্যপ্রাচ্যের দিকে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলবে না যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, ইউরোপ ও ব্রাজিল থেকে আসা ভ্রমণকারীদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পর ওদিনই দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নারী মুখপাত্র দ্রুত তা নাকচ করে দেন। খবর এএফপি’র।

বাইডেনের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এক ট্ইুটার বার্তায় বলেন, ‘আমাদের মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী, প্রশাসন ১/২৬ তারিখে এসব নিষেধাজ্ঞা তুলে নিতে আগ্রহী না।’

তিনি বলেন, ‘বাস্তবে, আমরা কোভিড-১৯ ছড়িয়ে পড়া আরো প্রশমিত করার লক্ষ্যে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ জোরদার করার পরিকল্পনা করছি।’

তিনি আরো বলেন, ‘মহামারি করোনাভাইরাস পরিস্থিতির আরো অবনতি ঘটায় এবং বিশ্বব্যাপী এ ভাইরাসের নতুন ধরণের প্রাদুর্ভাব দেখা দেয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সময় এখনো হয়নি।’

পিসাকির এমন টুইটার বার্তার মাত্র কয়েক মিনিট আগে প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, তিনি ইউরোপ ও ব্রাজিলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিবেন। তিনি আরো বলেন, চীন ও ইরানের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

যুক্তরাষ্ট্র অভিমুখী বিমানের সকল যাত্রীকে তাদের দেশ ত্যাগের তিন দিনের মধ্যে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হতে হবে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এমন ঘোষণা দেয়ার কয়েক দিন পর উভয় বিবৃতি আসলো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল বুধবার জো বাইডেন শপথ গ্রহণ করবেন।

এদিকে সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে এবং প্রায় ৪ লাখ লোক প্রাণ হারিয়েছে।