ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৬:১৭:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন চলছে। নির্বাচনকে ঘিরে গত কয়েক দিন ধরেই ডিআরইউ প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ উপলক্ষে এসএমএস, মেইল ও সামাজিক মাধ্যম ফেসবুক ছাড়াও ডিআরইউর বাগানে বসেছিল নবীন-প্রবীণ সদস্যদের আড্ডা। সেই আড্ডাতেও ভোটের উৎসবে মেতে ওঠেন সাংবাদিকরা। প্রার্থীরা বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে গিয়ে সদস্যদের কাছে ভোট চেয়েছেন। ।

আজ সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু বিকেল ৫টা পর্যন্ত ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে বিরতিহীন ভোটগ্রহণ চলবে।

সংগঠনটির ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ মোট ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারীবিষয়ক সম্পাদক পদে রীতা নাহার, জনকল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ এবং প্রচার সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে ভোটগ্রহণ হবে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহনেওয়াজ দুলাল, নজরুল ইসলাম মিঠু ও মুরসালীন নোমানী। সহসভাপতি পদে লড়ছেন আবুল বাশার নুরু, নজরুল কবীর এবং ওসমান গণি বাবুল। সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান খান, তোফাজ্জল হোসেন ও মোরছালীন বাবলা। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাইনুল হোসেন, আব্দুল হাই তুহিন ও আব্দুল্লাহ কাফী। এছাড়াও অন্যান্য সম্পাদকীয় ও কার্যনির্বাহী কমিটির ৭টি সদস্য পদের বিপরীতে লড়ছেন ৯ জন।

২৯ নভেম্বর ডিআরইউর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এজিএম শুরু হয়। সভার শুরুতে ২০২০ সালে প্রয়াত ডিআরইউ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

-জেডসি