ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৬:২৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

ঢাবি ছাত্রী ধর্ষণ, বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন

ইউ.এন.বি নিউজ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার

ঢাবি ছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে মঙ্গলবার কুবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ছবি: ইউএনবি

ঢাবি ছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে মঙ্গলবার কুবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ছবি: ইউএনবি

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।  

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ও আমাদের বোনকে ধর্ষণের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আর কেউ এমন জঘন্য-ঘৃণিত অপরাধ করার চিন্তাও না করে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে রাজধানীর কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন।