ঢাকা, বৃহস্পতিবার ১১, ডিসেম্বর ২০২৫ ২১:৫৫:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা ‘নির্বাচনে পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষ থাকতে হবে’ বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির মা-মেয়েকে হত্যার ‘কারণ জানাল` গৃহকর্মী আয়েশা

তরুণীরা ভিড়ছেন জুতার দোকানে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:২১ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার

ঈদে তরুণীদের কাছে জুতা ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ। কেননা জুতাতেই একজন মানুষের ব্যক্তিত্ব ও রূপসচেতনতার পূর্ণাঙ্গ প্রকাশ ঘটে। যে কারণে এ যুগের মেয়েরা থ্রিপিস-সালোয়ার-কামিজ, শাড়ির সঙ্গে লেডিস শু, পাম্প শু, স্যান্ডেল শু, বেল্ট-ফিতা টাইপের দারুণ ফ্যাশনেবল জুতা ব্যবহার করছেন।  ঈদের  অন্যান্য কেনাকাটা শেষ। এখন তরুণীরা মার্কেটে ছুটছেন মানানসই জুতার সন্ধানে।

 

এবারের ঈদকে সামনে রেখে আরও বাহারি ও নতুন ডিজাইনের চমৎকার সব জুতা দিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। দেশের তরুণীদের মন জয় করতে বড় বড় ব্রান্ডগুলোর মধ্যে চলছে নানা রকমের ডিজাইনের প্রতিযোগীতা।

 

এবার মেয়েদের ক্ষেত্রে হালকা গড়নের স্যান্ডেল বা জুতা বেশি চলছে। যারা একটু আকর্ষণীয় পার্টি লুক পেতে চান তারা হিলকে এগিয়ে রাখছেন। এছাড়াও ঈদে ফতুয়া, টপসের সঙ্গে অনেকেই লোফার পড়ে থাকেন।

 

রাজধানীর বৃহত্তম জুতার মার্কেট এ্যলিফ্যান্ট রোডে আজ ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। এখানকার জুতার দোকানগুলো ঘুরে দেখা গেল, প্রতিটি দোকানে রয়েছে নানান ডিজাইনের জুতার বিপুল সমাহার। এমন সমাহার খুব কম মার্কেটেই দেখা যায়। এখানে পরিবারের সব বয়সের সদস্যদের জুতা পাওয়া যাচ্ছে বেশ সুলভ মূল্যে। এই মার্কেটে লিবার্টি থেকে জুতা কিনেছেন রোজী সিদ্দিক। বলেন, আমি একটা ফ্ল্যাট স্যান্ডেল কিনলাম ৯০০ টাকা দিয়ে। আর আমার ছেলে নিশানের জন্য কিনলাম স্যান্ডেল আর সু। দাম নিল ২৫০০ টাকা।

 

এছাড়া পল্টন, গুলিস্তান, নিউমার্কেট, ফার্মগেটসহ অন্যান্য মার্কেটেও ভাল মানের জুতা পাওয়া যায়। নিউমার্কেটের নাহার সু ফ্যাশনে সেমিহিল দরদাম করছেন জাহানারা। বলেন,এবারের দামটা একটু বেশি। তাই একটু যাচাই বাছাই করে কিনছি।

 

তবে অনেক মেয়েরাই ব্র্যান্ডের জুতা ছাড়া পড়তে চান না। এ কারণে এবারের ঈদেও ফ্যাশনিস্তা মেয়েরা জুতা কিনতে বিভিন্ন নামিদামি ব্র্যান্ড গুলোর শোরুমে ঢুঁ মারছেন । রাজধানীর প্রতিটি শপিংমলেই রয়েছে ব্র্যান্ডের জুতার শোরুম। বিশেষ করে বসুন্ধরা শপিংমল, যমুনা ফিউচার পার্ক, পিংক সিটি শপিংমল, নাভানা টাওয়ার, রাপা প্লাজা, প্রিন্স প্লাজা, সেজান পয়েন্ট সহ অভিজাত শপিংমলগুলোতে ব্র্যান্ডের জুতার পাশাপাশি পাওয়া যাবে সাধারণ কোম্পানির তৈরি জুতাও।

 

এবারের ঈদে জমকালো আয়োজন নিয়ে হাজির হয়েছে এপেক্স। মেয়েদের জন্য ওয়েজ হিলের নিনো রসি আগে থেকেই জনপ্রিয়। ফ্যাশনে নতুন মাত্রা দিতে রয়েছে রোসার ভিন্ন ধাঁচের স্যান্ডেল। এগুলো সবই আর্ন্তজাতিক মানের। এ ছাড়াও আছে ফ্ল্যাট স্যান্ডেল। এসব পাবেন ৭০০ থেকে শুরু করে ৩২০০ টাকায়। শিশুদের জুতার দাম পড়বে ৪০০ থেকে ১৯৯০ টাকার মধ্যে।

 

ঈদে বাটা দিচ্ছে বিভিন্ন অফার। এখানে জুতা বাংলালিংকের গ্রাহকরা ১০ শতাংশ ছাড়ে কিনতে পারছেন। সব বিকাশ গ্রাহক বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক অফার। রকেটে পাবেন ২০ শতাংশ ক্যাশব্যাক অফার। এমনকি অনলাইনেও বাটার জুতা কিনতে পারবেন। এখানে এসেছেন যারিন তাসনীন বিন্তী। স্যান্ডেল কিনে রকেটের মাধ্যমে ২০ শতাংশ ক্যাশব্যাক পেলেন।

 

এছাড়াও ফরচুনা, ক্রিসেন্ট, বে, লোট্টতেও পাওয়া যাচ্ছে হরেক রকমের জুতা, স্যান্ডেল। তবে যেসব ব্র্যান্ড ছাড় দিচ্ছে, তাদের পুরনো ডিজাইনের জুতা পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক দামে।