দুই বোনকে বাড়িতে প্রবেশ ও নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
দুই বোনকে বাড়িতে প্রবেশসহ নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ
হতভাগ্য এ দুই বোন মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফাকে রাজধানীর গুলশানে তাদের বাড়িতে প্রবেশ ও নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ সন্ধ্যায় এ নির্দেশ দেন।
সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান গতকাল সোমবার এ কথা জানান।
তিনি বলেন, গত রোববার ২৫ অক্টোবর দৈনিক সমকাল, দৈনিক যুগান্তর পত্রিকা, যমুনা টিভি এবং সোমবার দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এবং প্রচারিত সংবাদ আমলে নিয়ে এ আদেশ দেন আদালত।
সুপ্রিমকোর্ট মুখপত্র জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭ টায় আদালত এক আদেশে দুই বোন মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফাকে (উভয়ের পিতা মৃত মোস্তফা জগলুল ওয়াহিদ) পুলিশ প্রহরায় অনতিবিলম্বে তাদের গুলশান ২ নম্বরে ৯৫ নম্বর রোডের ৪ নম্বর হোল্ডিং এর বাড়িতে প্রবেশের ব্যবস্থা করার জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
আদেশে সোমবার ২৬ অক্টোবর থেকে আগামী ১ নভেম্বর পর্যন্ত গুলশানে ওই বাড়ির সামনে পর্যাপ্ত পুলিশ মোতেয়েন করে তাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণেও গুলশান থানার ওসিকে নির্দেশ দেন আদালত।
আদেশে আদালত আগামী ১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় গুলশান থানার ওসিকে দুই বোন মুশফিকা ও মোবাশশারা এবং অনুজ কাপুরকে নিয়ে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন। আদলতে লিখিত প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।
সোমবার দেয়া আদালতের আদেশ বাস্তবায়ন করে গুলশান থানার ওসি সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তাকে টেলিফোনে অবহিত করবেন।
আজ হাইকোর্টের এ বেঞ্চে দেয়া নির্দেশেনা গুলশান থানার ওসিকে ইতোমধ্যে অবহিত করেছেন বলে জানান সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা।
‘বাবার বাড়িতে ঢুকতে না পেরে রাস্তায় দুই বোন’- শীর্ষক প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, ঢাকার অভিজাত এলাকা গুলশানে ১০ কাঠা জমির ওপর তিনতলা বাড়ি। দুই বোনের শৈশবের সব স্মৃতিচিহ্ন সেখানে। ওই বাড়িতেই বেড়ে উঠেছেন তারা। মা-বাবার সঙ্গে জড়িয়ে আছে কতশত স্মৃতি। তবে বাবার মৃত্যুর পরই পাল্টে যায় দৃশ্যপট। যে বাড়ির প্রতিটি আঙিনা তাদের চেনা, সেটাই এখন অনেক দূরের। বাবার বাড়িতেই ঢুকতে বাধার মুখে পড়ছেন তারা। হতভাগ্য এ দুই বোন হলেন মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফা। মোবাশশারা দীর্ঘদিন স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন। আর মুশফিকা ঢাকায় তার মায়ের সঙ্গে আলাদা বাসায় থাকেন। গত ১০ অক্টোবর দুই বোনের বাবা মোস্তফা জগলুল ওয়াহিদের মৃত্যু হয়। সে থেকে দুই বোনকে বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছেন অনজু কাপুর নামের এক নারী। সর্বশেষ গত শনিবারও তারা সেখানে গিয়ে বাধার মুখে পড়েন।
ওই নারী তাদের বলছেন, ‘এই বাড়িতে তোমাদের কোনো অধিকার নেই। এই বাড়িতে তোমাদের ঢুকতে দেয়া হবে না। ঢুকতে হলে তোমাদের চাচা ফেরদৌস ওয়াহিদ ও আইনজীবীর অনুমতি লাগবে।’
শুধু তাই নয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অনুজ কাপুর পুলিশ তলব করেন। এরপর রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ওই বাড়ির সামনে যায়। সেখানে গিয়ে পুলিশ দুই বোনকে জানায়, ‘আইনগতভাবে বিষয়টি মীমাংসা করেন। এখন বাড়ির সামনে থেকে চলে যান।’ এরপরও বাবার বাড়ির সামনে অবস্থান করছিলেন দুই বোন।
- ঝিগাতলায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
- ‘শর্টকাট দিয়ে টেকসই গণতন্ত্র পাওয়া যায় না’
- শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা
- বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড
- মেসিকে ফেরানোর প্রতিশ্রুতি বার্সার নতুন প্রেসিডেন্ট প্রার্থীর
- খুনের ৭ মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত
- এমবিবিএস–বিডিএস ভর্তি শুরু ৩০ ডিসেম্বর
- ছাপানো শেষ হলো প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক
- এআই ছবিতে গতি বাড়াল ওপেনএআই
- কলার থোড় খেলে যেসব উপকার হয়
- ‘ভারতের সঙ্গে সরকারের সম্পর্কে টানাপড়েন আছে’
- বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে যা জানিয়েছে ভারত
- মা-মেয়ে হত্যা : সেই গৃহকর্মীর দোষ স্বীকার
- যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের
- অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
- মুদ্রণ হয়েছে সাড়ে ৮ কোটির বেশি বই
- এই ৫ খাবার ফ্রিজে রাখবেন না
- ‘আমি অতি সাধারণ একজন মানুষ’
- কলার থোড় খেলে যেসব উপকার হয়
- এআই ছবিতে গতি বাড়াল ওপেনএআই
- ভোটের ওপর নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ
- ভোটের প্রস্তুতি নিয়ে ইসি এখনও অগোছালো
- বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
- যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের
- মা-মেয়ে হত্যা : সেই গৃহকর্মীর দোষ স্বীকার
- শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা
- বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে ইইউ
- যমজ বোনদের মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ
- ছেঁড়া টাকার ৯০% ঠিক থাকলে পুরো দাম পাওয়া যাবে
- বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে যা জানিয়েছে ভারত




