ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ২২:৪২:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস ২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম মক্কা ও মদিনায় তুমুল বৃষ্টির শঙ্কা খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ধর্ষণ মামলায় সিরাজগঞ্জে ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ধর্ষণ মামলায় সিরাজগঞ্জে ৬ জনের যাবজ্জীবন

ধর্ষণ মামলায় সিরাজগঞ্জে ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় আজ বৃহস্পতিবার ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে নির্যাতনের শিকার তরুণীকে দেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।

চার আসামির উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার পাঁচিল গ্রামের মোজাহার আলীর ছেলে রাসেল ওরফে রবিউল (২৫), সুলতানের ছেলে নাজমুল (২৪), নুরু ওরফে নূর ইসলাম (২৬), আলতাফ কসাইয়ের ছেলে মোমিন (৩৪) এবং ভাটপিয়ারী গ্রামের ময়দান আলীর ছেলে সোহেল (২৬) ও দানেজ আলীর ছেলে রাজ্জাক (৪৪)। এদের মধ্যে সোহেল ও মোমিন পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, তরুণীর (১৮) সাথে সদর উপজেলার পাঁচিল গ্রামের রাসেলের ফোনে প্রেম হয়। ২০১৬ সালের ২০ এপ্রিল রাতে ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে ফোন করে যমুনা নদীর ভাটপিয়ার চরে আসতে বলে রাসেল। মেয়েটি সেখানে গেলে রাজ্জাক, নাজমুল, নুরু ও সোহেলসহ পাঁচজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে। পরে তরুণী জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষকরা পালিয়ে যায়। পরদিন  ভোরে মেয়েটি বাড়ি ফেরার পথে অন্য আসামি মোমিন তাকে একা পেয়ে রাস্তার পাশে নিয়ে ফের নির্যাতন করেন। ভিকটিম ফোন করে তার বোন ও ভগ্নিপতিকে বিষয়টি জানালে তারা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ৬ আসামির বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ।