ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৬:২৮:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

ধর্ষণের প্রতিবাদে আজও উত্তাল ঢাবি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের বিচার দাবিতে আজও আন্দোলন করছে ঢাবি শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে রাজুভাস্কর্যের সামনে কালো কাপড় মুখে বেঁধে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া রাজুভাস্কর্যের মুখেও বেঁধে দিয়েছেন কালো কাপড়। আন্দোলনকারীদের দাবি, দ্রুততম সময়ে ধর্ষককে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

এছাড়াও আজ নানা প্রতিবাদী কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, প্রতিবাদী চিত্রাঙ্গন, দেশব্যাপী ছাত্রলীগের মানববন্ধন, বিকাল ৩টায় ছাত্র শিক্ষক-সমাবেশ ও সন্ধ্যা ৬ টায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠিত।

আন্দোলনরত নামে এক শিক্ষার্থী বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। যেসব ঘটনা আলোচনায় আসছে, তার কিছু কিছু ক্ষেত্রে অপরাধী গ্রেপ্তার হলেও বিচার হচ্ছে না। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে পড়ছে।

আরেকজন বলেন, বিচারহীনতার সংস্কৃতির জন্য ধর্ষিতাদের মৃত্যুর আগে মৃত্যু হচ্ছে আর মাথা তুলে আরও উৎসাহিত হচ্ছে ধর্ষকরা। এভাবে আর চলতে পারে না। আমরা চাই, এটাই যেন শেষ ঘটনা হয়। আর শুরু হয় ধর্ষকদের বিচারের দৃষ্টান্ত।

এদিকে, ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বেলা ১১টায় মধুর ক্যান্টিন থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের যান ছাত্রদলের নেতাকর্মীরা।  এসময় তারা 'ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও'  'শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি' এবং খালেদা জিয়ার মুক্তি নিয়েও বিভিন্ন স্লোগান দেন। পরে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতা উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন।

অন্যদিকে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এসময় নেতাকর্মীরা প্রতিবাদস্বরূপ বিভিন্ন চিত্রের অংকন করেন। ধর্ষণের বিরুদ্ধে আল্পনা আঁকেন।  বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত, রবিবার বিকাল সাড়ে পাঁচটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ঘটনার শিকার ওই ছাত্রী। কুর্মিটোলা বাস স্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে রিকশায় করে বান্ধবীর বাসায় যান ওই ছাত্রী। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে বিক্ষোভে ফেটে পড়েন ঢাবি শিক্ষার্থীরা। সোমবার সারাদিন বিক্ষোভ, অবরোধ করে সহপাঠীর সঙ্গে এমন আচরণের বিচার দাবি করেন তারা।

-জেডসি