ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ০:১৪:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান নিরাপদ, শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা তারেক রহমানের কোথায়, কোন কর্মসূচি গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে সরকার কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি ইসির পুলিশের খোয়া যাওয়া অস্ত্র অধরা নির্বাচন ঘিরে আতঙ্ক

নতুন বইয়ের গন্ধে জমজমাট বইমেলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:১৪ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

আজ শনিবার ছুটির দিনে বইমেলা ছিলো জমজমাট। সকাল থেকেই ক্রেতা-পাঠকের আগমনে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। কেউ কিনছেন বই, কেউ বা দেখছেন ঘুরে ঘুরে।


নতুন বইয়ের সমারহে মেলার প্যাভিলিয়ন ও প্রায় সব স্টল ছিল ভরপুর। নতুন বইয়ের নানা রংয়ের অঙ্গসজ্জার আকর্ষণীয় প্রচ্ছদের সম্মিলন মেলায় দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করে। সব বয়সের মানুষ স্টলের সামনে দাঁড়িয়েই হাতে বই তুলে নিচ্ছেন।


আজ তৃতীয় দিন ছুটির দিন হওয়ায় দ্বিতীয় দিনের মতো সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। শত শত শিশুও অভিভাবকদের সঙ্গে মেলায় এসেছিল। বাংলা একাডেমির বটমূলের পাশে শিশু কর্নারের স্টলগুলোতে সারাদিনই শিশুদের ভীড় ছিল। এখানকার স্টলগুলো থেকে জানানো হয়, আজ শিশুদের প্রচুর বই বিক্রি হয়েছে।


মেলার তৃতীয় দিনে আজ ১২০টি নতুন বই প্রকাশ পেয়েছে। এ নিয়ে গত দুইদিনে নতুন বই আসলো মেলায় ১৭৫টি। শুক্রবার এসেছিল ৫৫টি। প্রথমদিনে নতুন বইয়ের তালিকা করেনি বাংলা একাডেমি। প্রকাশিত বইয়ের মধ্যে কবিতার বই ছিল বেশি। তারপরই রয়েছে ছোট গল্প ও প্রবন্ধের বই।

 

আজ মেলা শুরু হয় সকালে ১১টায়। সকালেও মেলায় দর্শকের সংখ্যা ছিল প্রচুর। শিশুরাই ছিল বেশি। স্টলে স্টলে নানা বয়সের মানুষের ভীড় ছিল। বিকেল চারটার পর থেকে সব স্টলেই ক্রেতা-দর্শকের ভীড় জমে যায়। বইও বিক্রি হয়েছে ভাল। প্যাভিলিয়নগুলোতে ক্রেতার ভিড় বেশি।


সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলোর স্টলে মেলার তিনদিনে বিপুল সংখ্যক নতুন বই এসেছে। স্টলগুলো থেকে বাসসকে জানানো হয়, বাংলা একাডেমি স্টলে সর্বোচ্চ ৫৬টি নতুন বই এসেছে। অন্য প্রকাশ স্টলে ২২টি, মওলা বাদার্স স্টলে ৯টি, পারিজাত ৮টি, য়ারোয়া বুক কর্নারে ২০টি, আগামী প্রকাশনী ১২টি,সময় ১৭টি, অনন্যা ১৪টি নতুন বই এনেছে।


বিকেলে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘নবাব আহসানউল্লাহ ’শীর্ষক আলোচনা সভা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মশিউল আলম। সভাপতিত্ব করেন কাজী রফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন মনিরুল ইসলাম,সরদার আবদুল মান্নান।


বক্তারা বলেন, নবাব আহসানউল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। তার লেখা সকল বইতে তার এই প্রমাণ পাওয়া যায়। তিনি বাংলা ভাষার উন্নয়নে ব্যাপক কাজ করেন। তিনি হচ্ছেন মুসলিম জাগরনে রেঁনেসাস মানব। নবাব শিক্ষা,সংস্কৃতি, সংগীত, ধর্মসহ সামাজিক উন্নয়নে বিভিন্নক্ষেত্রে বিপুল পরিশ্রম করেছেন। তার ১২ খন্ড রচনাবলীতে এর প্রমাণ পাওয়া যাবে।


আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী ফাতেমা তুজ জোহরা, সুজিত মুস্তাফা ও শহীদ কবির পলাশ।


আগামীকালের অনুষ্ঠানমালা : মহান একুশের গ্রন্থমেলার চতুর্থদিনে আগামীকাল রোববার মেলা শুরু হবে বিকেল তিনটায়। বিকেল চারটায় বাংলা একাডেমির মূলমঞ্চে রয়েছে ‘শহীদ রণদা প্রসাদ সাহা ’শীর্ষক আলোচনা সভা। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন প্রতিভা মুৎসুদ্দি। সভাপতিত্ব করবেন রফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন আজিজুর রহমান আজিজ, হেনা সুলতানা প্রমুখ।

 

সূত্র : বাসস