ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১৯:৩৬:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে শিব নারায়ণ দাশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক পরলোকে জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ন

না.গঞ্জে অগ্নিকাণ্ড: দগ্ধ ১ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

না.গঞ্জে অগ্নিকাণ্ড: দগ্ধ ১ নারীর মৃত্যু

না.গঞ্জে অগ্নিকাণ্ড: দগ্ধ ১ নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের দিদ্ধিরগঞ্জ উপজেলার সাহেবপাড়ার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে এক বৃদ্ধা মারা গেছেন। নূরজাহান বেগম (৬০) নামের ওই বৃদ্ধা আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে অগিকাণ্ডের এ ঘটনায় ওই বৃদ্ধার পরিবারের আটজন দদ্ধ হন। দগ্ধদের মধ্যে বৃদ্ধা নূরজাহানসহ অপরএকজনের শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়িরর পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নূরজাহানসহ অপর একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানে চিকিৎসাধাীন অবস্থায় বেলা ১১টা ৫ মিনিটের দিকে মারা যান বৃদ্ধা নূরজাহান।

অগ্নিকাণ্ডের ওই ঘটনায় আহত অপর সাতজন হলেন- নিহত নূরজাহান বেগমের ছেলে কিরন মিয়া (৪৫) ও হিরন মিয়া (২৫), হিরনের স্ত্রী মুক্তা (২০), মো. আবুল হোসেন (২৫), মো. কাওসার, লিমা (৩) ও আপন (১০)।

নরসিংদীর শিবপুর এলাকা থেকে আসা পরিবারটি সাহেবপাড়ায় পাঁচতলা ভবনের নিচতলায় থাকতেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মাদ শাহজাহান জানান, সারা রাত ধরে গ্যাসের চুলা খোলা থাকায় গ্যাসে পূর্ণ ছিল তাদের ফ্ল্যাটটি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে ইলিয়াস নামে পরিবারটির এক আত্মীয় সিগারেট ধরাতে গেলে অগ্নিকাণ্ডের উৎপত্তি ঘটে।