ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১০:০৪:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

'নারী ও শিশু নির্যাতন দমনে ৪১ ট্রাইব্যুনাল গঠন করা হবে'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৩৬ এএম, ৩১ মে ২০১৭ বুধবার

নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তির জন্য অচিরেই সারা দেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

গতকাল মঙ্গলবার (৩০ মে) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

এ প্রসঙ্গে মন্ত্রী জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হিসাব অনুযায়ী, গত ৩১ মার্চ পর্যন্ত এক লাখ ৫৮ হাজার ৮৬৯টি মামলা বিচারাধীন।

সংসদ সদস্য বেগম আরা লুত্ফা ডালিয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে প্রতিটি আদালতে সাক্ষীর সমন জারি নিশ্চিতপূর্বক সাক্ষীদের হাজির করে দ্রুততম সময়ে সাক্ষ্যগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে সলিসিটরের নেতৃত্বে মনিটরিং সেল কাজ করছে। প্রতি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে।

আইনমন্ত্রী জানান, বিচারকের শূন্যপদ পূরণের কাজ চলছে। একসঙ্গে বেশসংখ্যক বিচারকের পদ সৃষ্টিসহ নিয়োগ এবং আদালতের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলার জট কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংসদ সদস্য বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, অতি সম্প্রতি ২৫০ জন সিনিয়র সহকারী জজ/সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ সমপর্যায়ের বিচারকদের যুগ্ম জেলা জজ/সমপর্যায়ের পদে পদোন্নতি দেওয়ায় ওই পদগুলো শূন্য হয়েছে। ইতিমধ্যে নবম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ১০০ জন প্রার্থীর মধ্যে ৯৭ জনকে সহকারী জজ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীন দশম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ২০১৫-এর মাধ্যমে সাময়িকভাবে মনোনীত ২০৭ জন প্রার্থীর প্রাক-পরিচয় যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তা ছাড়া ১১তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ২০১৭-এর মাধ্যমে ১৪৩ জন সহকারী জজ নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দ্রুতই ওই শূন্যপদগুলো বিচারক পদায়ন করা হবে।