ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১৭:৫৬:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে ঝড়ে নারীর মৃত্যু, আহত ৭ বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু রাজধানীতে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে বজ্রপাতে বসতঘরে আগুন, ঘুমের মধ্যে মা-ছেলের মৃত্যু

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে : দীপু মণি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেছেন, ‘ঢাকা উত্তরের মেয়র এবং উত্তর ও দক্ষিণের কিছু এলাকার কাউন্সিলর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছে।’ তিনি এজন্য সব ভোটার, ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনের বিষয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীপু মণি এসব কথা বলেন।

দীপু মণি আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে থেকে বিএনপির কী লাভ হয়েছে জানি না। তবে দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যাত্রা অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এ কে এম এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।