ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১৭:৩৫:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে শিব নারায়ণ দাশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক পরলোকে জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ন মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রি

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রি

উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে গত তিনদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিলো। বৃষ্টির মত ঝরছে কুয়াশা। এর ফলে মানুষের সাধারণ জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। আশেপাশের জেলাগুলোতেও একই অবস্থা চলছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

এর আগে তেঁতুলিয়ায় সোম ও রবিবার যথাক্রমে সর্বনিম্ন ৭.৫ এবং ৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এছাড়া ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলায় হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশের উত্তরের সর্বশেষ সীমান্তবর্তী শহর তেঁতুলিয়ায় প্রতি বছরই চরম শীত অনুভূত হয়।

গত বছরের ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় ২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড করা তাপমাত্রা।

এদিকে আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে সকালে এক বুলেটিনে জানায় আবহাওয়া অফিস।

গোপালগঞ্জ, কুমিল্লা, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।   

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুকনো থাকতে পারে।

দেশের নদীর অববাহিকার অঞ্চলগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অন্যান্য অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।