পদ্মাবতীর খোঁজে তরুণীরা, থেমে নেই দেশীয় ফ্যাশন হাউসগুলো
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫০ পিএম, ১০ জুন ২০১৮ রবিবার
পদ্মাবতী, পদ্মাবতী, কোথায় গেলে পাওয়া যাবে পদ্মাবতী, পদ্মাবতী। হালের ভারতীয় এ পোশাক যেন ছোট্ট মেয়ে থেকে শুরু করে তরুণীদের পর্যন্ত পাগল করে দিয়েছে। ভারত থেকে দেশের বিভিন্ন মার্কেটে আসা এ পোশাকের স্টক এখন অনেকটাই শেষ। তারপরেও ১২ বছরের রিমি থেকে শুরু করে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রিয়াশারও পছন্দ পদ্মাবতী। রাজধানীর প্রায় সব মার্কেট ঘুরে কই পাব পদ্মাবতী, এরকম হাহাকার শোনা গেল। অনেকটা লেহেঙ্গার মতো দেখতে এই পোশাকের দাম হাঁকা হচ্ছে সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা।
সরেজমিনে দেখা যায় , রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, হকার্স মার্কেট, বসুন্ধরা সিটি, কর্ণফুলী গার্ডেন সিটি, টুইনটাওয়ার, মালিবাগ সুপার মার্কেট, ইস্টার্ন প্লাজা সহ সর্বত্রই ছেয়ে গেছে ভারতের পোশাক।
পদ্মাবতী পোশাক অনেকে কিনলেও তার ইতিহাস কিন্তু অনেকেরই অজানা। এ সেই পদ্মাবতী পোশাক যা দীপিকা পাড়ুকোন বহুল আলোচিত- সমালোচিত ছবি পদ্মাবততে পড়েছিলেন। তবে আসলেই পদ্মাবতী কি ভারতীয় পোশাক,এরকম প্রশ্ন জিঙ্গাসা করা হয়েছিল রাজধানীর বিভিন্ন মার্কেটের বিক্রেতাদের কাছে। ক্রেতার সামনে বেফাস কিছু না বললেও দোকানের কেনাবেচা হালকা হলে বিক্রেতারাই স্বীকার করলেন আসলে পদ্মাবতী পোশাক আগের ভারতীয় স্টাইলেরই নতুন রুপ মাত্র।
রাজধানীর বড় বিপণিবিতান বসুন্ধরা শপিং মলের পোশাকের দোকান আচলের মালিক রেজাউল হান্নান বলেন, দীপিকা যে ড্রেস পরেছিলেন, তার নামই তো পদ্মাবতী। পদ্মাবতী এবার সুপারহিট। বড়, ছোটদের জন্যও এই পোশাক আসছে। মানুষ সমানে কিনে নিয়ে যাচ্ছে। পোশাকটির বিশেষত্ব তুলে ধরে আরেক বিক্রেতা ইশেন বলেন, এবারে পদ্মাবতীটা একটু নতুন ডিজাইনের আর সাইজটাও সবার ক্ষেত্রে উপযোগী। তাই এটা চলছে। যমুনা ফিউচার পার্কের বিক্রেতা আদনান বলেন, আসলে ছবির পদ্মাবতী পোশাক আর এ পোশাকের অনেক পার্থক্য। এগুলো নামে চলে। যেমন গত বছর চলছিল বাহুবলী। এর আগে খুশি, পরি, পাখি,যারা আরও কত কি। এখানের ব্যবসায়ীরা একেক নাম দেন। আর সবাই হুমড়ি খেয়ে কেনেন। এটাই ব্যবসার পলিসি।
শুধুই কি পদ্মাবতী, এসেছে ভারতের নতুন স্টাইল সারারা, শর্ট পানচু, চায়না বার্বি গাউনসহ হরেক রকমের পোশাক। নিউমার্কেটের বিক্রেতা পল্লব সেন বলেন, এবারের ঈদ ফ্যাশনে যুক্ত হয়েছে সারারা যা ইতিমধ্যে ক্রেতাদের নজর কেড়েছে। এর বিক্রিও ভাল। চাঁদনী চক মার্কেটের ব্রাইট ওয়ার্ল্ডের ব্যবস্থাপক সাচ্চু মিয়া বলেন, প্রতিবারের ন্যায় এবারও ভারতীয় পোশাকের চাহিদা বেশ ভাল। সিরিয়াল ও সিনেমায় জনপ্রিয় চরিত্র এবং নায়িকাদের ড্রেসগুলো বিক্রিও হচ্ছে দেদারসে।
তবে ভারতীয় পোশাকের সাথে পাল্লা দিয়ে নিজস্ব স্বকীয়তায় বাজারে জায়গা করে নিয়েছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। যারা হুজুকে নিজের পছন্দের জিনিস কিনছেন না,তারা ছুটছেন দেশীয় ফ্যাশন হাউসগুলোতে। ক্রেতার আকর্ষণে বিদেশি ধারার অনুপাতে দেশীয় ঐতিহ্যের সংমিশ্রণে সময় উপযোগি ডিজাইনের পোশাকে সেজেছে ছোট বড় সব বুটিক হাউস। গরমের কথা মাথায় রেখে সুতি কাপড়ের এসব পোশাকের রঙে রয়েছেও উজ্জ্বলতা।
ঈদে নিজের ও প্রিয়জনের জন্য পছন্দের পোশাক কিনতে এসব ফ্যাশন হাউসেও কিন্তু ফ্যাশনিস্তা তরুণীদের ভিড় কম নয়। দেশীয় ফ্যাশন হাউসের বিক্রেতাদের মতে, বিদেশি ডিজাইনের সঙ্গে দেশীও ডিজাইনের মিশেলের কারণে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। তাছাড়া এখানে পোশাকের রং বাছাই করা হয় আবহাওয়া অনুযায়ী। তাই ঈদ বা অন্য কোনো উৎসবে দেশীয় ফ্যাশন হাউসের কোনো বিকল্প নেই।
ফ্যাশন হাউস বিবিয়ানা, সারা দেশের রঙ, অঞ্জন’স, স্টুডিও এমদাদ, আড়ং, ক্রে-ক্রাফট, বাংলার মেলা, প্রবর্তনা, নগরদোলা, সাদাকালো, অন্যমেলা, দেশাল ,লা রিভ, ইয়োলো, স্মার্টেক্স, সেইলর, ভগ ফ্যাশন হাউজগুলো থেকে মেয়েরা কিনছেন নানা ডিজাইনের কুর্তি, টিউনিক , হাতের কাজ করা লং, সুতি, লিলেন, ভিসকস, সিল্ক, হাফ-সিল্ক, কোটার থ্রি-পিস,গাউন। বিভিন্ন মোটিফে স্কিন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি ও নিখুঁত হাতের কাজে রয়েছে নিপুণতা।
কিশোরীদের অনেককে লম্বা ফ্রক, সারারা, লাসারও খোঁজ করতে দেখা যায়। ফ্যাশন হাউস বিশ্বরঙে মা ও মেয়ের জন্য ম্যাচিং সালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে সাড়ে চার হাজার টাকায়। এখান থেকে ছুরাইয়া আক্তার তার মেয়ের সাথে ম্যাচিং করে পোশাক কিনলেন। বললেন, এই ঈদে মা -মেয়ে একই পোশাক পড়ব। এসব শোরুমে ১০০০ থেকে শুরু করে ১০০০০ টাকার মধ্যে থ্রি-পিস, গাউন পাওয়া যাবে ৮০০০ থেতে ১৮০০০ টাকায়।
- গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
- নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হবে: শামা ওবায়েদ
- মা-মেয়ে হত্যা: গৃহকর্মী ৬ দিন, স্বামী ৩ দিনের রিমান্ডে
- ‘ক্রিকেটের চেয়ে বেশি কাউকে ভালোবাসি না’
- র্যাব কর্তকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট
- ভারতীয় বিমানে কবুতর, যাত্রীদের আনন্দ-উল্লাস
- রাশিয়ায় এস্কেলেটর দুর্ঘটনায় আহত এক নারী
- জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ হলেন ফাহমিদা খাতুন
- সবচেয়ে মূল্যবান ফুটবলারের পুরস্কার জিতলেন মেসি
- সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
- ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন
- নেতিবাচক চিন্তা দূর করে ইতিবাচক থাকুন কিছু উপায়ে
- ঝালকাঠি-১ আসনে এনসিপির প্রার্থী ডা. মিতু
- নারীবাদীদের ‘দুশ্চরিত্রা’ বলে গালি ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী
- আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা
- সকালে খালি পেটে ফল খাওয়া কি ক্ষতিকর?
- হজে ছবি তোলা নিষিদ্ধ নিয়ে যা জানা গেল
- অভিনয় না করেও কোটি টাকার মালিক এই অভিনেত্রী!
- ২০২৬ সালের প্রাইভেট এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের নির্দেশনা
- নাটক ছাড়তে হবে এমন কোনো কথা নেই : তানিয়া বৃষ্টি
- ‘কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চাই না’
- ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন
- গুগলের ডপ্ল অ্যাপে এআই নির্ভর কেনাকাটার নতুন ফিড
- ৮ দিনেই এলো এক বিলিয়ন ডলার রেমিট্যান্স
- কিশোরী ধর্ষণচেষ্টায় ইউপি সদস্য গ্রেফতার
- বারবার জায়গা পাল্টাচ্ছেন সন্দেহভাজন গৃহকর্মী: পুলিশ
- বিপিএলে আসছেন ভারত ও পাকিস্তানি উপস্থাপক
- ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৭৭ জন
- সামান্য কমেছে সোনার দাম, বিশ্ব রেকর্ড রুপার

