ঢাকা, বুধবার ২৮, জানুয়ারি ২০২৬ ২২:৩৯:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের

আদালত প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতি করে ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০টি শেয়ার (প্রায় ১০ হাজার কোটি টাকা) আত্মসাতের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির সিইও সিমিন রহমান ও তার মা  শাহনাজ রহমান।

২১ জানুয়ারি, বুধবার বেলা ২টায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ২ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগর হাকিম জুয়েল রানার আদালতে জামিন শুনানি হয়। আদালত শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকা বন্ডে তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।

এদিন বেলা সাড়ে ৩টার দিকে সিমিন রহমান ও শাহনাজ রহমান আদালতে আত্মসমর্পণ করেন। তারা কালো বোরকা পরে ও মুখ ঢেকে আদালতে উপস্থিত হন। তাদের পক্ষে আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। এর আগে দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহের আদালত এ মামলায় ছয় আসামির বিরুদ্ধে চার্জশিট আমলে নেন। এ সময় আদালতে উপস্থিত না হওয়ায় সিমিন রহমান ও শাহনাজ রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আরেকজন হলেন ট্রান্সকম গ্রুপের পরিচালক সামসুজ্জামান পাটোয়ারী।

আদালত সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি এ মামলায় অভিযুক্ত ছয় আসামির মধ্যে ট্রান্সকম গ্রুপের পরিচালক মো. কামরুল হাসান, মো. মোসাদ্দেক, আবু ইউসুফ মো. সিদ্দিক আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে সিমিন রহমান ও মিসেস শাহনাজ রহমানসহ তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন না। ২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য রয়েছে। ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি সিমিন রহমানের ছোট বোন শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ১১ জানুয়ারি পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সিমিন রহমানসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়।