ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ২০:৩২:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

পহেলা বৈশাখ: বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫০ এএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে বাংলা নববর্ষ বরণ উদযাপনে (১৪ এপ্রিল) রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, চারুকলা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্টসহ আশেপাশের এলাকায় জনসমাগম হবে।

এসব এলাকায় সুষ্ঠু যানবাহন চলাচলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যে সব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে

১. বাংলামটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-পরিবাগ ক্রসিং-রূপসীবাংলা ক্রসিং।

২. শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন-কদম ফোয়ারা ক্রসিং-হাইকোর্ট ক্রসিং।

৩. জিরো পয়েন্ট থেকে হাইকোর্ট ক্রসিং এবং ইউবিএল থেকে কদম ফোয়ারা।

৪. হোটেল রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলী রোড-হেয়ার রোড কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং–মৎস্য ভবন ক্রসিং।

৫. নীলক্ষেত ক্রসিং হতে টিএসসি ক্রসিং।

৬. পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং।

৭. বকশিবাজার থেকে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং।

৮. হাইকোর্ট ক্রসিং-দোয়েল চত্ত্বর ক্রসিং-শহিদুল্লাহ হল ক্রসিং এবং

৯. নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র হতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত।

বিকল্প হিসেবে যে রুট ব্যবহার করতে হবে

১ মিরপুর-ফার্মগেট-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-গুলিস্তান। ২। গাবতলী-ফার্মগেট-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-গুলিস্তান।

৩। গাবতলী-আসাদগেট- সাইন্সল্যাব- নিউ মার্কেট- আজিমপুর- ঢাকেশ্বরী- বকশিবাজার- ফুলবাড়িয়া।

৪। টঙ্গী- এয়ারপোর্ট- প্রগতি সরণি- বাড্ডা- মালিবাগ- খিলগাঁও ফ্লাইওভার।

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানের যেসব পয়েন্টে থাকবে ডাইভারশন

সোনারগাঁও ক্রসিং, বাংলামটর ক্রসিং, পরিবাগ ক্রসিং, নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র, শাহবাগ ক্রসিং, মগবাজার ক্রসিং, মিন্টো রোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, দুদকের গলি, শিল্পকলা একাডেমি গলি, কার্পেট গলি, মৎস্য ভবন ক্রসিং, সেগুনবাগিচা, ইউবিএল ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, জিরো পয়েন্ট ক্রসিং, শহিদুল্লাহ্ হল ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, বকশী বাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং, আজিজ সুপার মার্কেট গলি, বিসিএস প্রশাসন গ্যাপ ও শাকুরা গলি।

বর্ষবরণ অনুষ্ঠানে আসা যানগুলোর যেসব জায়গায় পার্কিং করতে হবে

১। নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র হতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (উত্তর দিকের গাড়ি)।

২। জিরো পয়েন্ট থেকে ইউবিএল আব্দুল গণি রোড (পূর্ব-দক্ষিণ দিকের গাড়ি )।

৩। কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িসমূহ)।

৪। মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি)।

৫। শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি)।

৬। সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব (ভিআইপি গাড়ি ও মিডিয়ার গাড়ি পার্কিং)।

৭। কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী (দক্ষিণ-পশ্চিম দিকের গাড়ি)।

এ সব যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার বিষয়ে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো এবং জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা সর্বাত্মক সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।