ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৩:৩০:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

বন্ধুর মেয়ের জন্মদিন উদযাপনে উরুগুয়েতে মেসি

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। সেখান থেকেই বন্ধুত্বের সূচনা। ক্যারিয়ারের শেষদিকেও দুই বন্ধু খেলছেন একই ক্লাবের হয়েই। আর চলতি মাসে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির ভারত সফরসঙ্গীও হন সুয়ারেজ।

দুজনের বন্ধুত্বের ঘনিষ্ঠতা কতটুকু, তা আর বলার উপেক্ষা রাখে না। এরপরও উভয়েই যেন বন্ধুত্বের গভীরতার প্রমাণ করতে চান বারবার। এবার বন্ধু সুয়ারেজের মেয়ের জন্মদিন উদযাপনে উরুগুয়েতে পাড়ি জমালেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর।

গেল ২৬ ডিসেম্বর ছিল লুইস সুয়ারেজের মেয়ে ডেলফিনা সুয়ারেজের ১৫তম জন্মদিন। ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন করে সুয়ারেজের পরিবার। আর এই জন্মদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসি।

সাম্প্রতিক সময়ে ছুটি কাটাচ্ছেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। স্ত্রী-সন্তানদের নিয়ে আর্জেন্টিনার রোজারিওতে অবস্থান করছেন তিনি। এই অবসর সময়টা আরেকটু উপভোগ্য করতে চাইছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। এমন সময় সুয়ারেজের মেয়ের জন্মদিনে আমন্ত্রণ পান তিনি। আর সময় মিলিয়ে নিয়ে পাড়ি জমালেন উরুগুয়েতে।

বার্সেলোনার মতো ইন্টার মায়ামিতেও সম্পর্ক বজায় রেখেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। উভয় পরিবারের মিলিত উপস্থিতি এবং আনন্দময় মুহূর্তগুলো তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বকে আরও শক্তিশালী করে তুলেছে।