ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৩:১৯:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা তলবের ১০ মিনিটেই হাজির জেডআই খান পান্না, চাইলেন নিঃশর্ত ক্ষমা ‘পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’

বাংলাদেশের আলোচনায় সেই হাই লাইন ডিফেন্স

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৫ এএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ আয়োজন করেছে। আজ সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ। এর আগের দিন আজ তিন দলের অধিনায়ক ও কোচ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেন।

আজারবাইজান ইউরোপের দল। আজারবাইজান নারী দলের বাংলাদেশ আগমনই প্রথম এশিয়া সফর। বাংলাদেশ অ-১৭ নারী দল সাফ অ-১৭ টুর্নামেন্টে রাশিয়ার বিপক্ষে খেলেছিল। তবে সিনিয়র দলের এটাই প্রথম কোনো ইউরোপের সঙ্গে খেলার অভিজ্ঞতা। 

ফিফা র‌্যাংকিংয়ে ৭৪ নম্বরে থাকা আজারবাইজান ঢাকায় এসেছে ফিফা নারী বিশ্বকাপের বাছাইয়ের প্রস্তুতি নিতে। ২০২৭ সালে ব্রাজিলে নারী বিশ্বকাপ। ইউরোপের বাছাইয়ে আজারবাইজান পড়েছে হাঙ্গেরি, নর্থ মেসেডোনিয়া ও অ্যান্ডোরার সাথে ‘সি’ গ্রুপে। আজারবাইজানের অধিনায়ক জাফরে বলেন, 'আমাদের দলের অনেক খেলোয়াড় তুরস্ক, রাশিয়া, কাজাখস্তানের লিগ খেলে। অনেকে ঢাকায় আসলেও আবার অনেকে আসেনি।'

আজারবাইজানের কোচ সিয়াসাত আসগরভ বলেন, 'বলতে গেলে এখানে এসেই আমাদের প্রশিক্ষণ শিবির শুরু করছি এবং ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। যেদিন থেকে নিশ্চিত হয়েছি যে আমরা এখানে খেলব, সেই দিন থেকেই আমরা সেই খেলোয়াড়দের খেলার জন্য প্রস্তুতি শুরু করছি।'

গতকাল বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন হয়েছে। এরপরও আজ আনুষ্ঠানিক সিরিজ পূর্ববর্তী সম্মেলন বেশ গুরুগম্ভীরই হয়েছে। বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার ডিফেন্ডার। বাটলারের হাই লাইন ডিফেন্স কৌশলে বাংলাদেশ গোল হজম করছে। অধিনায়ক আফিদা খন্দকার এ নিয়ে বলেন, 'আমরা আগে তো ওভাবে খেলিনি কোচ সেভাবে খেলাচ্ছেন। আমরা অবশ্যই চেষ্টা করতেছি কোচের কথা মতো চলার। অবশ্যই এটা ভালো হবে, ইনশাআল্লাহ। ভালো রেজাল্ট করব।'

বাটলার নারী দলের দায়িত্ব নেয়ার পর থেকেই হাই লাইন ডিফেন্স কৌশলে খেলাচ্ছেন। আফিদা শুরু থেকেই খেলছেন। এরপরও বাংলাদেশ গোল হজম করছে এ নিয়ে তিনি বলেন, 'অবশ্যই ভুল ত্রুটি থাকবে। সব কিছুতে তো ভুল থেকে আমরা শিক্ষা নেই পরবর্তী ম্যাচে যেন ভুলগুলো না হয়। সেভাবে খেলে চলেছি। চ্যালেঞ্জটা হচ্ছে আমরা ভুল থেকে শিখি। থাইল্যান্ডে কি ভুল হয়েছে আমরা দেখেছি। তো অবশ্যই পরবর্তী ম্যাচগুলোতে এই ভুলগুলো আমাদের হবে না।'

ফিফার সবশেষ নারী র‍্যাংকিংয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে। আজারবাইজান ও মালয়েশিয়াকে হারাতে পারলে বাংলাদেশের র্যাংকিং ১০০'র কম হওয়ার সুযোগ রয়েছে। র‍্যাংকিং নিয়ে কোচকে প্রশ্ন করলেও তিনি ঘুরে ফিরে আফিদাকে সাংবাদিকদের করা হাই লাইন ডিফেন্স নিয়ে মন্তব্য করেছেন।