ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ০:১৫:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে শরিফুলের সাধুবাদ

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৫ এএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা প্রায় শেষ বাংলাদেশের। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলবে না জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে বিসিবি। অন্যদিকে, আইসিসিও ভারতের বাইরে ম্যাচ সরিয়ে না নেওয়ার সিদ্ধান্তে অনড়। সবমিলিয়ে এই মেগা ইভেন্টে অংশগ্রহণ নিয়ে বিসিবির নেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারকা পেসার শরিফুল ইসলাম। 

শুক্রবার রাতে শেষ হয়েছে বিপিএলের দ্বাদশ আসর। যেখানে রানারআপ হয়েছে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রামের জার্সিতে খেলা শরিফুল এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি (২৬) বোলার। যদিও ফাইনালে হারের হতাশাই তার সঙ্গী হয়েছে। পরবর্তীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘বিশ্বকাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না এটা তো পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। আমরা সবসময় চিন্তা করি কীভাবে ভালো করব। সবার জায়গা থেকে সেরাটা যাতে খেলতে পারি।’

বিশ্বকাপ খেলার সুযোগ হারালেও বিসিবির সিদ্ধান্তের বাইরে বেশি কিছু বলতে নারাজ বাঁ-হাতি এই পেসার, ‘আমাদের অভিভাবক হলো বিসিবি। উনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই। এখন তো জানি না কী হবে না হবে। এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো।’

প্রসঙ্গত, বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন শরিফুল। ১২ ম্যাচে তার শিকার ২৬ উইকেট। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন গত মৌসুমে তাসকিন আহমেদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড। দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন গতবার ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন। সেরা বোলার হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও পুরস্কার জিতেছেন শরিফুল।