ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ১:১৭:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

বিশ্বজুড়ে নারী কয়েদির সংখ্যা বেড়েছে

অনলাইন ডেস্ক

আপডেট: ০৮:৩৩ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

বিশ্বজুড়ে কারাগারগুলোতে নারী কয়েদির সংখ্যা সাত লাখের বেশি। ২০০০ সালের তুলনায় এ সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। লন্ডনভিত্তিক ইনস্টিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে মাত্র যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া—এই তিন দেশের কারাগারগুলোতেই অর্ধেক নারী কয়েদির অবস্থান। গবেষকরা বলেছেন, এই সমীক্ষার ফলে বিশ্বজুড়ে সব সরকারের উদ্বিগ্ন হওয়া উচিত।

ইনস্টিটিউটের সহপরিচালক ড. জেসিকা জ্যাকবসন বিবিসিকে বলেন, ‘নারী ও বালিকারা অত্যন্ত বিপন্ন ও অনগ্রসর গোষ্ঠী এবং তারা নিজেরাই অপরাধ ও হয়রানি শিকার হয়।’ ২১৯টি দেশ ও স্বাধীন ভূখণ্ডের তথ্য-উপাত্তের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। গবেষকরা ধারণা করছেন, বিশ্বজুড়ে মোট নারী কয়েদির সংখ্যা বেড়েছে। সমীক্ষা থেকে জানা গেছে, আফ্রিকার দেশগুলোর কারাগারে নারী কয়েদির সংখ্যা সবচেয়ে কম। এ ছাড়া এল সালভাদর, ব্রাজিল, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় এই সংখ্যা বেড়েছে।