ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৩:০৪:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

‘বিশ্বসেরা হতে ইয়ামালের বান্ধবী থাকা গুরুত্বপূর্ণ’

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমান ফুটবল বিশ্বের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। কৈশোরেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড। তার মাঝে সেরা ফুটবলারের সম্ভাবনা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। কঠোর পরিশ্রম, দৃঢ়তা আর ফিটনেস ধরে রাখলে একসময় সেরা হওয়া তার জন্য অসম্ভব নয়। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের লিজেন্ড পাওলো ফুত্রে বিশ্বসেরা হওয়ার জন্য ইয়ামালকে দিলেন অদ্ভুত পরামর্শ।

‘এল কাফেলিতো’ অনুষ্ঠানে ফুত্রে বলেছেন, ‘লামিনে ইয়ামাল বিশ্বের সেরা হবে... কিন্তু তাকে দ্রুত একজন বান্ধবী খুঁজে নিতে হবে।’ সঞ্চালক হোসেপ পেদ্রেরোল বিস্মিত হয়ে জানতে চান, কীভাবে? তিনি বলে গেলেন, ‘লামিনে ইয়ামাল অল্প বয়সী (১৮ বছর)। তার একজন বান্ধবী থাকা দরকার।’

নিজের অভিজ্ঞতা থেকে ফুত্রে বললেন, ‘যখন আমি আমার বাচ্চাদের মায়ের সঙ্গে দেখা হলো, তখন থেকে আমি শতভাগ পেশাদার ফুটবলার হতে শুরু করেছিলাম।’ সাবেক স্ত্রী তার মনোযোগ বাড়াতে সাহায্য করেছিল কি না প্রশ্নে তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই। আমি আগের মতো অত বেশি বাইরে বের হতাম না। তারপর থেকে পোর্তোর ড্রেসিংরুমে আমার অবস্থা অন্যরকম হলো। কারণ আমি আরও বেশি দায়িত্বশীল হলাম।’

ইয়ামাল এরই মধ্যে দুজন বান্ধবীর সঙ্গে অভিসারে মেতেছিলেন। দুজনের সঙ্গেই বিচ্ছেদ হয়েছে তার। তার প্রথম সম্পর্ক তৈরি হয় ইনফ্লুয়েন্সার অ্যালেক্স পাদিল্লার সঙ্গে। তবে আর্জেন্টাইন পপ তারকা নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশি চর্চা হয়েছে। গত জুনে ইয়ামালের ১৮তম জন্মদিনে আলোচনায় আসেন নিকোল। বার্সেলোনার খেলা হলেই গ্যালারিতে দেখা যেত এই পপ তারকাকে। চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোস ম্যাচে গোল করে নিকোলের উদ্দেশ্য করে উড়ন্ত চুমু দেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু গণমাধ্যমে আসা এই সম্পর্ক ৬৭ দিনের বেশি টিকেনি।

এখন আপাতত একাই আছেন ইয়ামাল। তবে ঠিকই গোলমুখের সামনে নিজের কাজ করে যাচ্ছেন তিনি। এখন দেখার অপেক্ষা, বিশ্বসেরা হতে ফুত্রের এই অদ্ভুত পরামর্শ মেনে নতুন বান্ধবীকে তিনি খুঁজে পান কি না।