বেড়েছে বইয়ের দাম, কপালে ভাঁজ পাঠকদের
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
বইয়ের দাম বাড়ায় বইমেলা থেকে চাহিদামতো বই কিনতে পারছেন না ক্রেতারা। কাগজের দাম বাড়ায় প্রতিটি নতুন ছাপানো বই বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ শতাংশের বেশি দামে। এ ছাড়া বইয়ের দাম বাড়ায় এবার গত বছরের তুলনায় অনেক প্রকাশকই কম সংখ্যক বই বের করেছেন। আর ইচ্ছেমতো দাম নির্ধারণের সুযোগ থাকায় দ্বিগুণ দামে বই বিক্রির অভিযোগও পাঠকের।
অমর একুশে বই মেলা। বাঙালির প্রাণের এই মেলায় চাহিদা থাকে নতুন পুরনো সব বই। যেখানে প্রত্যাশিত বই পেতে ব্যাকুল থাকে পাঠক হৃদয়।
মেলা প্রাঙ্গণে স্টলে সাজিয়ে রাখা বই মন টানে ক্রেতা-দর্শনার্থীদের। নতুন বইয়ের মলাটের গন্ধে মাতেন পাঠকরা। কেউ কেউ বই না পড়লেও কিনছেন পরিচিত বা আপন কারও জন্য। দিচ্ছেন উপহারও। তবে নতুন ছাপা কিংবা প্রকাশিত বইয়ের দাম বাড়ায় হতাশ তারা। অভিযোগ দ্বিগুণ দামেও বিক্রি হচ্ছে বই।
বইমেলায় আসা ক্রেতারা জানান, যে বইটা আগে ৫০০ থেকে ৬০০ টাকা ছিল, সেটা এখন ৮০০ টাকা হয়ে গেছে। বই কেনা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে।
বই যেন মা-বাবার হাত ধরে মেলায় আসা ছোট্ট শিশুর গল্পের ঝুড়ি। আছে মধুর সব গল্প-কবিতা, অজানা সায়েন্সফিকশন, প্রযুক্তি ও ছন্দ শেখার গৌরবময় বর্ণমালার ছাপ। শিশুদের এসব বইয়েও বোঝা হয়েছে দাম।
একজন অভিভাবক বলেন, বাচ্চাকে নিয়ে বইমেলায় এসেছি। দাম একটু কম থাকলে হয়তো আরও বই কিনতে পারতাম।
বাজারে একের পর এক কাগজের দাম বাড়ায় নতুন ছাপানো বই বিক্রি হচ্ছে ৪০ শতাংশের বেশি দামে। এ নিয়ে দুশ্চিন্তায় থাকলেও লেখকের প্রত্যাশা পাঠক ভালোবেসেই বই কিনবেন।
এ বিষয়ে লেখক কবির মজুমদার বলেন, বইয়ের দাম বাড়লেও ক্রেতার সংখ্যা বাড়বে। কারণ বই কিন্তু মোবাইলের মধ্যেও ঢুকে গেছে। বই মানুষকে পড়তেই হবে।
বইয়ের দাম বাড়ায় এবার অনেক প্রকাশনী থেকে গত বছরের তুলনায় অর্ধেক বই প্রকাশ করার কথা জানিয়েছে। কোনো কোনো প্রকাশক পাণ্ডুলিপি সাজিয়ে পাঠক চাহিদা দেখে বই ছাপানোর কথা ভাবছেন। তবে ২০ থেকে ২৫ শতাংশ বাড়ানোর কথা জানান তারা।
ভাষাচিত্রের প্রকাশক খন্দকার সোহেল বলেন, এবার বই প্রকাশের সংখ্যা অনেক কম হবে। আমার প্রায় ১০০ পাণ্ডুলিপি তৈরি আছে। কিন্তু, আমি ২৫টার বেশি বই করার সাহস পাচ্ছি না।
অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম বলেন, গত এক বছরে কাগজের মূল্য আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা বইয়ের দাম আড়াই গুণ বৃদ্ধি করিনি। আমরা বাড়িয়েছি ২৫ থেকে ৩০ শতাংশ।
এদিকে, প্রকাশক তার বইয়ের দাম নির্ধারণ করায় বাড়তি মুনাফার সুযোগ নিচ্ছেন কেউ কেউ। তবে নিজেদের ক্ষতির চিন্তা করে তা করবেন না বলে জানান পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এই নেতা।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল বলেন, এটা নিয়ে বাংলা একাডেমী কাজ করে না। আমাদের সমিতি হয়তো নির্দেশনা দিতে পারি।
তবে বইকে ভালোবেসে কিংবা মনের খোড়াক জোগাতে মেলা প্রাঙ্গণে আসছেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ।
বৈশ্বিক অর্থনৈতিক দুরবস্থায় কাগজের দাম বাড়ায় মেলায় আসা বইয়ের দাম বেড়েছে। এ অবস্থায় মেলায় বই কিনতে এসে আর্থিক হিসাব-নিকাশে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন পাঠকরা। তাই বইয়ের দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন বইপ্রেমীরা।
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা

