ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজারজাত হবে ২২ কোটি টাকার লিচু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
এবারের মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় ৫৩০ হেক্টর জমিতে আবাদ হয়েছে সুস্বাদু ও রসালো ফল লিচু। প্রতি হেক্টর জমিতে ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ টন।
আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এর ফলে ফলনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। এবার অন্তত ২২ কোটি টাকার লিচু বাজারজাত হবে ব্রাহ্মণবাড়িয়া থেকে।
কৃষি বিভাগের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৩৯০ হেক্টর জমি, কসবা উপজেলার ৩৫ হেক্টর ও আখাউড়া উপজেলায় ৭৫ হেক্টর জমিতে পাটনাই, বোম্বে এবং চায়না-২ ও চায়না-৩ জাতের লিচুর আবাদ হয়েছে। এছাড়া জেলার বাকি উপজেলাগুলোতে আরও ৩০ হেক্টর জমিতে আবাদ হয়েছে গ্রীষ্মকালীন এই ফল। দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় আবাদকৃত লিচু।
এবারের মৌসুমে লিচুর ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬৫০ টন। ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই পাটনাই বা দেশি জাতের লিচু বিক্রি হচ্ছে। আর পুরোপুরি পাকার পর চলতি মাসের শেষ দিকে বাজারে মিলবে বোম্বে এবং চায়না-২ ও চায়না-৩ জাতের লিচু।
বর্তমানে পাইকারদের কাছে ১ হাজার পাটনাই লিচু বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২০০ টাকায়। আর বোম্বে এবং চায়না-২ ও চায়না-৩ জাতের লিচু বিক্রি হবে ২৫০০-৩৫০০ টাকায়। খেতে সুস্বাদু হওয়ায় এখানকার লিচুর চাহিদাও বেশি।
বাণিজ্যিকভাবে আবাদকৃত লিচু বাগানগুলোর অধিকাংশই মৌসুমি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন বাগান মালিকরা। মূলত গাছে মুকুল আসার পরপরই ব্যবসায়ীরা বাগানগুলো কিনে নেন। এরপর বাগান পরিচর্যা এবং দেখাশোনা করার জন্য লোক নিয়োগ করেন তারা।
লিচু চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার আবাহওয়া অনুকূলে ছিল- সেজন্য ফলন ভালো হয়েছে। তবে মাঝে কয়েকদিনের টানা বৃষ্টিপাতে লিচুর কিছুটা ক্ষতি হলেও তা ব্যবসার মাধ্যমে পুষিয়ে নেওয়া যাবে। পাইকাররা বাগান থেকেই এখন লিচু কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া অনেক দর্শনার্থী পরিবার নিয়ে লিচু বাগান ঘুরতে এসেও লিচু কিনছেন।
বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামে লিচু বাগানে ঘুরতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা আশিষ সাহা জানান, তিনি তার দুই সন্তানকে নিয়ে লিচু বাগানে এসেছেন ঘুরতে। গাছে-গাছে ঝুলতে থাকা পাকা লিচু দেখে খুব আনন্দিত হয়েছে তার দুই ছেলে-মেয়ে। বাগানের সৌন্দর্য উপভোগের পাশাপাশি বাড়ির জন্য কয়েকশ লিচু কিনেছেন। বাগান থেকে টাটকা লিচু কিনতে পেরে তিনিও খুশি বলে জানান।
সেজামুড়া গ্রামের বাসিন্দা ও ফল বিক্রেতা আব্দুল জলিল জানান, এবারের মৌসুমের জন্য বাড়ির পাশের একটি লিচু বাগান তিনি ১ লাখ টাকায় কিনেছেন। বাগানের পরিচর্যা এবং বাগান দেখাশোনা করার জন্য রাখা শ্রমিকের বেতনসহ খরচ হবে আরও ৭০ হাজার টাকা। এবার তার বাগানে বোম্বে এবং পাটনাই জাতের লিচুর ভালো ফলন হয়েছে। ৩ লাখ টাকার লিচু বিক্রি করতে পারবেন বলে জানান তিনি।
সেজামুড়া এলাকার লিচু চাষী জসিম মিয়া জানান, তার বাগানে ৩১টি গাছ আছে। প্রত্যেকটি গাছের পরিচর্যায় ৩-৪ হাজার টাকা করে খরচ হয়েছে। গাছগুলোতে আনুমানিক দেড় লাখ লিচু ধরেছে। পাটনাই এবং বোম্বে দুই জাতের লিচুই আছে বাগানে। ইতোমধ্যে পাটনাই লিচু বিক্রি করে দিয়েছেন তিনি। বাজারে লিচুর দামও ভালো পাওয়া যাচ্ছে। সেজন্য এবার খরচ তুলে ভালো টাকা মুনাফা হবে বলে আশা করছেন তিনি।
লিচুর ফলন ভালো করার জন্য মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা চাষীদের পোকা-মাড়ক দমন এবং সার ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সুশান্ত সাহা বলেন, ‘এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। ভালো ফলনের জন্য কৃষি বিভাগ থেকে চাষীদের সবধরনের সহায়তা ও পরামর্শ দেওয়া হয়েছে। এবার ২৬৫০ টনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- সেটি ছাড়িয়ে যাবে। সব মিলিয়ে জেলা থেকে ২২ কোটি টাকা মূল্যের লিচু বাজারজাত হবে বলে আশা করছি।’
- ঝিগাতলায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
- ‘শর্টকাট দিয়ে টেকসই গণতন্ত্র পাওয়া যায় না’
- শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা
- বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড
- মেসিকে ফেরানোর প্রতিশ্রুতি বার্সার নতুন প্রেসিডেন্ট প্রার্থীর
- খুনের ৭ মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত
- এমবিবিএস–বিডিএস ভর্তি শুরু ৩০ ডিসেম্বর
- ছাপানো শেষ হলো প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক
- এআই ছবিতে গতি বাড়াল ওপেনএআই
- কলার থোড় খেলে যেসব উপকার হয়
- ‘ভারতের সঙ্গে সরকারের সম্পর্কে টানাপড়েন আছে’
- বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে যা জানিয়েছে ভারত
- মা-মেয়ে হত্যা : সেই গৃহকর্মীর দোষ স্বীকার
- যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের
- অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
- মুদ্রণ হয়েছে সাড়ে ৮ কোটির বেশি বই
- এই ৫ খাবার ফ্রিজে রাখবেন না
- ‘আমি অতি সাধারণ একজন মানুষ’
- কলার থোড় খেলে যেসব উপকার হয়
- এআই ছবিতে গতি বাড়াল ওপেনএআই
- ভোটের ওপর নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ
- ভোটের প্রস্তুতি নিয়ে ইসি এখনও অগোছালো
- বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
- যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের
- মা-মেয়ে হত্যা : সেই গৃহকর্মীর দোষ স্বীকার
- শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা
- বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে ইইউ
- যমজ বোনদের মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ
- ছেঁড়া টাকার ৯০% ঠিক থাকলে পুরো দাম পাওয়া যাবে
- বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে যা জানিয়েছে ভারত




